ব্যাট হাতে সময়টা একেবারের ভাল যাচ্ছে না! অথচ একটা সময় তিনি মাঠে নামা মানেই ছিল রান ফোয়ারা। শতরানও পেতেন প্রায় নিয়মিত। সেই বিরাট কোহলির ব্যাটে খরা। শুধু ব্যাট কেন-নেতৃত্বটাও হারিয়েছেন বিরাট কোহলি। তাই বলে জনপ্রিয়তা কমেনি ভারতীয় এই তারকা ক্রিকেটারের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা একটুও কমেনি এই তারকা ক্রিকেটারের। এই যেমন একদিন আগেই অনন্য এক অর্জনের সঙ্গী হয়েছেন। প্রথম ভারতীয় হিসেবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ২০ কোটি ফলোয়ার হয়েছে কোহলির। ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক সোশ্যাল মিডিয়াতেও ভাঙলেন রেকর্ড।
ইনস্টাগ্রামে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার কোহলির। বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে তাঁর স্থান তৃতীয়। প্রথম দু’টি স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ইনস্টাগ্রামে তাঁদের অনুসরণকারীর সংখ্যা যথাক্রমে ৪৫ কোটি (৪৫০ মিলিয়ন) ও ৩৩.৩ কোটি (৩৩৩ মিলিয়ন)।
এমন অর্জনে খুশি বিরাট। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘২০০ মিলিয়নের শক্তি। ইনস্টাগ্রামে আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
গত বছরটি-টুয়েন্টি বিশ্বকাপ শেষেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্ব ছাড়েন কোহলি। এরপর ওয়ানডে অধিনায়কত্ব হারাতে হয় তাকে। তারপর টেস্ট অধিনায়ত্বও কোহলি!
Discussion about this post