ভাদ্র মাসের শেষ বেলায় এসে বৃষ্টিতে ভিজছে বাংলাদেশ। বিশেষ করে রাজধানী ঢাকায় মুষল ধারে চলছে বৃষ্টির খেলা। মেঘ-বৃষ্টির এই লুকোচুরিতে মাঠেই নামতে পারলেন না ক্রিকেটাররা। মঙ্গলবার বৃষ্টির বাগড়ায় সব পণ্ড। দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের পরীক্ষা-নিরীক্ষার এই ক্যাম্পের দ্বিতীয় দিনে হলই না।
তবে ক্যাম্পে ডাকা ক্রিকেটারদের নিয়ে থিওরিটিক্যাল ক্লাস নিয়েছেন শ্রীরাম। বসে থাকেন নি ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলার ইনডোরে অনুশীলন করলেন অনেকে।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঠিক করতেই তিনদিনের ক্যাম্প শুরু হয় সোমবার। প্রথম যেখানে দেখভাল করছেন শ্রীরাম ও বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। প্রথম দিনটা ভাল কাটলেও দ্বিতীয় দিনে এসে বৃষ্টিতে প্রস্তুতিতে সমস্যা হয়েছে।
মাঠে বৃষ্টি থাকলেও কয়েকজন ক্রিকেটার নিজ উদ্যেগে ইনডোরে চালিয়েছেন ব্যাটিং অনুশীলন। উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানও ইনডোরে যান ব্যাটিং অনুশীলন করেন। দেখা যায় লিটন দাসকেও।
Discussion about this post