বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে পুরনো সংগঠনের আমন্ত্রনে সোমবার তারকার মেলা বসেছিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিলেন নানা অঙ্গনের তারকা ব্যক্তিত্বরা। তাদের উপস্থিতিতে জমকালো এক আয়োজনে ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা হয়েছেন যথাক্রমে ২০১৫ ও ২০১৬ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ।
২০১৫ সালে সেরা ক্রীড়াবিদের লড়াইয়ে আরো ছিলেন দুই তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। কিন্তু তাদের টপকে সংগত ভাবেই সেরা হলেন মুস্তাফিজ। সেই বছরে চমক দিয়ে পথচলা শুরু হয় কাটার মাস্টারের। সেরা ক্রিকেটার হয়েছেন মাহমুদুল্লাহ। সেরা দাবাড়ু– ফাহাদ রহমান। সেরা আর্চার তামিমুল ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ সারোয়ার জামান নিপু (ফুটবল), সেরা সংগঠক ইউসুফ আলী, বর্ষসেরা কোচ সৈয়দ গোলাম জিলানী (ফুটবল), বর্ষসেরা স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ। প্রয়াত আমিনুল হক মনির পক্ষে বিশেষ সম্মাননা নিয়েছেন তার ভাই মোজাম্মেল হক মুক্তা।
২০১৬ সালে সেরার লড়াইয়ে ছিলেন তামিম ইকবাল ও আশরাফুল ইসলাম এবং মাহফুজা খাতুন শিলা। যেখানে টপকে যান সাতারু মাহফুজা খাতুন শিলা। সেরা ক্রিকেটার তামিম ইকবাল, সেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, সেরা হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম, সেরা শ্যূটার শাকিল আহমেদ, সেরা ভলিবল খেলোয়াড় সাঈদ আল জাবির, উদীয়মান ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ পুরস্কার পেয়েছেন। উদীয়মান নারী ক্রীড়াবিদ কৃষ্ণা রানী সরকার, সেরা কোচ গোলাম রব্বানী ছোটন। সেরা সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। সেরা সংস্থা হয়েছে বাংলাদেশ নৌ বাহিনী।
দর্শক ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেলেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান।
সোমবার প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত। এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএস এশিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ কাশিম ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ সাঈদ। সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।
কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডকে ঘিরে এই তারার মেলায় সোমবার উপস্থিত ছিলেন- ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ক্রিকেট বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, সাবেক ফুটবলার ও ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী, সহ সভাপতি বাদল রায়, কায়সার হামিদ, দাবার গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, নারীদের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামালসহ ক্রীড়াঙ্গনের একাধিক পরিচিত মুখ।
Discussion about this post