দুর্দান্ত দল গড়েও সাফল্যের দেখা মিলছে না। এমন কী মুস্তাফিজুর রহমানকে ছাড়াও খেলেও মিলল না জয়। তারই পথ ধরে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ চারে উঠার সম্ভাবনাও মিইয়ে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের। বিরাট কোহলির ব্যাঙ্গালুরুর কাছে ১৪ রানে হেরে আরো পিছিয়ে পড়ল দ্য ফিজের দল। এ হারের জন্য মুস্তাফিজকে একাদশে না নেয়াকেই দায়ী করলেন জনপ্রিয় ধারাভাষ্যকার আর সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার।
ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামের পিচ স্লো। এই পিচে মুস্তাফিজের বোলিং হতে পারতো তুরুপের তাস। এখানে মুম্বাই খেলাল পেসার মিচেল ম্যাকক্লেনাঘানকে। এনিয়ে মাঞ্জেরেকার বলেন, ‘এমন পিচে, আপনাকে মুস্তাফিজের মত বোলারকে আনতেই হতো। ম্যাকক্লেনাঘান শেষ ওভারে বেশি রান দিয়েছে বলে আমি এটা বলছি না। আমার মতে সে আসলেই অনেক ভালো বোলিং করে। তবে এই দুজনের মধ্যে মুস্তাফিজই প্রথম পছন্দ।’
মুস্তাফিজকে একাদশে না রাখা নিয়ে অস্ট্রেলিয়ান পেস তারকা শন টেইট বলেন, ‘মুম্বাইয়ের জন্য মুস্তাফিজ ছিল আরও ভালো অপশন।’
Discussion about this post