সাকিব আল হাসান ইস্যুতে উত্তাল গোটা দেশ। দেশের ক্রিকেট রেখে তিনি খেলতে চান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। ব্যাপারটা ভালো চোখে দেখেনি ক্রিকেট ভক্তরা। এমন কী এনিয়ে সরব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তারাও। সাকিবের ছুটি মঞ্জুর করলেও বিব্রত বিসিবি। সাকিবের মতোই আইপিএলে দল পেলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। তাকে কি ছাড়বে বিসিবি?
এমন প্রশ্নের মুখে দাঁড়িয়ে বিসিবি অবশ্য মুস্তাফিজের কোর্টেই ছেড়ে দিয়েছে বল। এখানে বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের পথে দেশ ছাড়ার আগে মঙ্গলবার মুস্তাফিজ সাফ জানালেন-সবার আগে দেশের খেলা।
মুস্তাফিজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দেখুন, সবার আগে আমার দেশের খেলা। শ্রীলঙ্কা টেস্ট দলে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলবো। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে আমি নাই। আমি বিসিবিকে বলবো, বিসিবি যদি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএলে খেলবো। দেশ প্রেম আগে। ’
মুস্তাফিজ অবশ্য এখনো ছুটি চেয়ে আবেদন করেননি। তাকে ছুটি দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত এখনো নেয়নি বিসিবি। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, এই বাঁহাতি পেসার ছুটি চেয়ে আবেদন করলে আটকাবে না বিসিবি। নিউজিল্যান্ডের পথে দেশ ছাড়ার আগে মঙ্গলবার দ্য ফিজ বলেন, ‘টিম ম্যানেজমেন্ট যদি টেস্টে আমাকে রাখে, তাহলে আমি টেস্ট খেলব। যদি না রাখে তাহলে বিসিবি জানে। বিসিবি যেটা বলবে আমি সেটা করব। বিসিবি সভাপতির সঙ্গে আমি কথা বলেছি, উনি আমার ওপর ছেড়ে দিয়েছেন। আর আমি দেশের খেলাকেই বেছে নিচ্ছি।’
এর আগে সোমবার বোর্ড সভাপতি মুস্তাফিজের আইপিএল খেলা প্রসঙ্গে বলেন, ‘মুস্তাফিজ আজকে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। আইপিএলে সে যাবে কি না জানতে চায়। আমি বলেছি, দেখো এখানে আমার কিছুই বলার নেই। তুমি যদি খেলতে না চাও, যদি ওখানে যেতে চাও, আমাদের একটা চিঠি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাব না।
আসছে এপ্রিল-মে মাসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব ও মুস্তাফিজ। একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ হতে পারে বাংলাদেশ দলের। এজন্য এপ্রিল মাসের মাঝামাঝি দেশ ছাড়ার কথা আছে টাইগারদের। আইপিএলের জন্য এই সিরিজে খেলবেন না সাকিব। তাকে ছুটি দিয়েছে বিসিবি। তবে সাকিবের আচরণে মন খারাপ হয়েছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের।
এ অবস্থায় কোনো চাপে নেই বলে জানালেন ২৫ বছর বয়সী মুস্তাফিজ। বলেন, ‘দেশের বা আইপিএল খেলার বিষয়ে কোনো চাপ নেই। এটা তো স্বাভাবিক ব্যাপারই, আগেও আমি আইপিএলে খেলতে যাইনি দেশের খেলার কারণে। এবারও একইভাবে ভাবছি।’
নিউজিল্যান্ড সফরে সফরে ওয়ানডে ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২০, ২৩ ও ২৬ মার্চ। এরপর টি-টুয়েন্টি ফরম্যাটের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। মঙ্গলবারই সিরিজে খেলতে দেশ ছেড়েছেন মুস্তাফিজরা।
Discussion about this post