ক্যারিয়ারের দুঃসময় কাটিয়ে উঠতে পারছেন না মুস্তাফিজুর রহমান। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রায় পুরোটা সময়ই মাঠের বাইরে বসে থাকতে হয়েছে তাকে। চোট কাটিয়ে উঠলেও এই পেসার এখনই কোন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন না। ১০ ওভারের ক্রিকেটে দল পেয়েও খেলা হচ্ছে না তার। সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টেন ক্রিকেট। নতুন ফরম্যাটের এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান আর তামিম ইকবাল খেললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র দেয়নি পেসার মুস্তাফিজকে।
সাকিব খেলছেনকেরালা কিংসের হয়ে। তামিম ‘পাখতুন’ দলে। মুস্তাফিজের খেলার কথা ছিল বেঙ্গল টাইগার্সে। তবে চোটের সতর্কতায় বিসিবি তাঁকে ছাড়পত্র দিচ্ছে না! এমনিতে দুই বছরের ক্যারিয়ারে ইনজুরি সঙ্গী হয়ে গেছে তার। ২০১৬ সালে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেন তিনি। তারপর ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে কাঁধের চোটে পড়েন। অস্ত্রোপচার শেষে মাঠে ফিরেন বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে। কিন্তু গত সেপ্টেম্বর-অক্টোবরের দক্ষিণ আফ্রিকা সফরে আবারও চোটে পড়েন দ্য ফিজ। গোড়ালির চোটে মিস করেন ওয়ানডে সিরিজ। এই বিপিএলে রাজশাহী কিংসের হয়ে প্রথম দুই লেগে মাঠে দেখা যায়নি তাকে।
টি-টেন ক্রিকেটে অংশ নিতে ছাড়পত্র পেলেও তামিম যেতে পারেনি। বিসিবির শুনানির মুখোমুখি হতে হয়েছে তাকে। বিপিএল চলাকালে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করায় তামিকে কারণ-দর্শানোর চিঠি দিয়েছিল বিসিবি। শুনানি শেষে বিসিবির পরিচালক মাহবুব আনাম জানালেন, ‘তামিমকে আজ আমরা শুনানিতে ডেকেছিলাম। ও ওর বক্তব্য দিয়েছে। সেদিন তামিম যেটা বলেছে, তার জন্য সে দুঃখ প্রকাশ করেছে।’
এর অর্থ বৃহস্পতিবারই হয়তো সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্টে খেলতে যাবেন তিনি। নতুন এই ফরম্যাটের ক্রিকেটে খেলতে মুখিয়ে আছেন তারকা ক্রিকেটাররা।
Discussion about this post