তিন ওয়ানডে, দুই টেস্ট আর এক টি-টুয়েন্টি ম্যাচের লম্বা সফরসূচী। ১৩ আগষ্ট সেই মিশনে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হলেন জাতীয় দলের অধিনায়ক এবং কোচ।
মুশফিকুর রহীম জানিয়ে দিলেন প্রতিটি ম্যাচেই প্রতিদ্ধন্দীতা গড়ে তুলতে চান তিনি। ক্যারিবীয়দের সঙ্গে লড়তে চান সমান তালে। বাংলাদেশ অধিনায়ক বলছিলেন, ‘দেখুন সফরে প্রতিযোগিতামুলক ক্রিকেট খেলতে চাই। আর সেটা করতে পারলে জেতাটাও অসম্ভব কিছু নয়।’ উদাহরন টেনে মুশফিক বললেন, ‘আসলে দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার মতো কঠিন সিরিজ হবে না এটি। সেখানে বলের মুভমেন্ট বেশি থাকে। যেটা ওয়েস্ট ইন্ডিজে হবে না।’
মুশফিক মনে করেন এটি দলের তরুন ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশ অধিনায়ক জানালেন, ‘দেখুন দলে তরুন ক্রিকেটার থাকার সুবিধা আর অসুবিধা দুটোই আছে। ওরা ক্যারিবীয় উইকেট আর আবহাওয়ায় অভ্যস্থ নয় সেটা ভোগাতে পারে আমাদের। কিন্তু প্রতিপক্ষ তো ওদের সম্পর্কে জানে না। এটা সুফল বয়ে আনতে পারে।’
রোববার সংবাদ সম্মেলনে উঠে আসল সাকিব আল হাসান প্রসঙ্গও। দেশসেরা এই ক্রিকেটার নিষিদ্ধ থাকায় সফরে যেতে পারছেন না। দল তাকে কতোটা মিস করবে? মুশফিক বললেন, ‘আসলে একটা সফরের আগে এসব নিয়ে ভাবতে চাই না। কে আছে কে নেই তা নিয়ে চিন্তা করছি না। দলের তরুন ক্রিকেটাররা ভাল খেলতে পারলে আমরা সেখানে সাফল্য পাবো।’
ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের নতুন কোচ চন্দিকা হাতুরাসিংহে। যেমনটা বলছিলেন তিনি, ‘সবসময়ই জেতার লক্ষ্য নিয়ে খেলতে নামি। এখানেও তাই করবো। সত্যি বলতে কী সবগুলো ম্যাচই জিততে চাই আমরা।’
সংবাদ সম্মেলনে কোচ-অধিনায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া দলের ম্যানেজার হাবিবুল বাশার।
এদিকে ২০ আগষ্ট শুরু হবে মুল লড়াই। সেদিন সিরিজের প্রথম ও ওয়ানডে’তে লড়বে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ২২ অগাস্ট দ্বিতীয় ওয়ানডে। ২৫ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডে।
দুই টেস্ট সিরিজের প্রথমটি ৫ সেপ্টেম্বর শুরু, সেন্ট ভিনসেন্টে।
সিরিজের সূচি-
১৭ আগষ্ট, ওয়ানডে প্রস্তুতি ম্যাচ, গ্রেনাডা
২০ আগষ্ট, প্রথম ওয়ানডে, গ্রেনাডা
২২ আগষ্ট, দ্বিতীয় ওয়ানডে, গ্রেনাডা
২৫ আগষ্ট, তৃতীয় ওয়ানডে, সেন্ট কিটস
২৭ আগষ্ট, একমাত্র টি-টুয়েন্টি, সেন্ট কিটস
৩০ আগষ্ট-১ সেপ্টেম্বর, তিন দিনের ম্যাচ, সেন্ট কিটসে
৫-৯ সেপ্টেম্বর, প্রথম টেস্ট, সেন্ট ভিনসেন্ট
১৩-১৭, দ্বিতীয় টেস্ট, সেন্ট লুসিয়া
Discussion about this post