ব্যাট হাতে সাফল্যের আরও একটি পুরস্কার পেলেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাস পেয়েছিলেন সাফল্য। তার পথ ধরে আইসিসি র্যাঙ্কিংয়েও পেলেন সুখবর। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের এই তিন তারকা।
আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান ও নাঈম হাসান। বন্দরনগরীতে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হওয়া ওই টেস্টে বাংলাদেশের একমাত্র ইনিংসে ১৩৩ রানের ইনিংস খেলে তামিম ৬ ধাপ এগিয়েছেন। তিনি এখন ২৭ নম্বরে। মুশফিক সেই টেস্টে ৪৪৯ মিনিট ক্রিজে থেকে করেন ১০৫। লম্বা সময় পর বড় স্কোরে ফিরেছেন তিনি। ৪ ধাপ এগিয়ে তিনি এখন আছেন ২৫ নম্বরে। চট্টগ্রামেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার টেস্ট রান ক্লাবে পা রাখেন মুশফিকুর রহিম।
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে থেকেই ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা জায়গায় ছিলেন লিটন দাস। চট্টগ্রাম টেস্টে ৮৮ রানের ইনিংস খেলে তিনি ৩ ধাপ এগিয়েছেন। ১৭ নম্বরে আছেন তিনি।
চট্টগ্রামেই১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫ ধাপ এগিয়েছেন। তিনি আছেন একুশ নম্বরে। টাইগার ব্যাটসম্যানদের মধ্যে সাকিব আছেন ৪৩তম স্থানে, মুমিনুল ৫৭তম স্থানে রয়েছেন।
একই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে উঠেছেন সাকিব। আছেন ২৯তম স্থানে। ১৫ মাস পর টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে নাঈমের এগিয়েছেন ৯ ধাপ। ৫৩তম স্থানে তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা তাইজুল ইসলাম। বাইশে তিনি।
Discussion about this post