টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটপ্রেমীদের কাছে এক অচেনা নাম ছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই মেহদী মারুফের নাম ছড়িয়ে পড়ল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রায় প্রতিটি ম্যাচেই কথা বলতে থাকল এই ব্যাটসম্যানের ব্যাট। তারপরই পথ ধরে ঢাকা ডায়নামাইটসের এই ব্যাটসম্যানই এখন অব্দি এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৪৪ রান করে শীর্ষে রয়েছেন তিনি।
মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফীসকে পেছনে শীর্ষে উঠে গেছেন মেহদী মারুফ। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার এবারের বিপিএলের নিজের প্রথম ম্যাচেই তুলে নেন ৭৫ রান। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি।
মুশফিক বরিশাল বুলস অধিনায়ক। তার ব্যাট থেকে এবার এসেছে ২৩৬ রান। তার দলের আরেক ব্যাটসম্যান নাফীসের রান ২২৫। কথা বলছে তামিমের ব্যাটও। চিটাগং ভাইকিংস অধিনায়ক ২২৩ রান করেছেন।
বিদেশীদের মধ্যে সবচেয়ে সফল মোহাম্মদ শাহাজাদ। রংপুর রাইডার্সের এই আফগান রিক্রুট করেছেন ২০৬ রান।
এই বিপিএলের সফল ৭ ব্যাটসম্যান-
মেহেদী মারুফ (ঢাকা ডায়নামাইটস) – ২৪৪ রান
মুশফিকুর রহিম (বরিশাল বুলস) – ২৩৬
শাহরিয়ার নাফিস (বরিশাল বুলস) – ২২৫
তামিম ইকবাল (চিটাগং ভাইকিংস) – ২২৩
মুমিনুল হক (রাজশাহী কিংস) – ২১৬
সাব্বির রহমান (রাজশাহী কিংস) – ২১০
মোহাম্মাদ শাহজাদ (রংপুর রাইডার্স) – ২০৬
Discussion about this post