সূচি চূড়ান্ত হয়ে গেছে। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলতে ২৯ মে ভারত যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তাইতো ক্রিকেটারদের ভাবনায় শুধুই এই সিরিজ। এমনিতে গত কয়েকবছরে আফগানরা দুর্দান্ত একটা দল হয়ে উঠেছে। আবার র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। তাইতো বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের মুশফিক বলছিলেন,‘তারাসর্বশেষ যখন এসেছিল, তখন আমরা তাদের কাছে একটা ম্যাচ হেরেছি। আমরা চ্যালেঞ্জিং পজিশনে আছি। তাদের হোমগ্রাউন্ড। তাদের ভেন্যু, এটা ওদের জন্য বড় একটা সুবিধা হবে।’
তাছাড়া ২০ ওভারের ক্রিকেটে তারা শক্তিশালী প্রতিপক্ষ। মুশফিক আরো বলেন, ‘দেখুন টি-টুয়েন্টিতে আফগানিস্তান ভয়ঙ্কর দল। তারা এখন টেস্ট স্ট্যাটাস পেয়েছে। ওয়ানডেতেও খুব ভালো খেলছে। সঙ্গে বিশ্বকাপের জন্যও কোয়ালিফাই করেছে। মনে হচ্ছে আমরা একটু পিছিয়েই থাকব।’
সিরিজের ভেন্যু দেরাদুনের উইকেট নিয়েও ভাবনায় মুশফিক। জানালেন, ‘আমার কাছে এটি অচেনা পিচ। এই উইকেট নিয়ে কোনো অভিজ্ঞতা নেই আমাদের। শুনেছি মাঠ অনেক সুন্দর। ভারতের মাঠ বিশ্বমানের হয়।’ দলের তারকা ক্রিকেটার রশিদ খানকে সামলাতে হবে। এনিয়ে মুশফিক বলেন,‘রশিদ খান তো একজন বিশ্বমানের বোলার। আইপিএলে এক ম্যাচ ছাড়া তার বিরুদ্ধে ছয় সাতের বেশি রান কোনো ওভারে কেউ নিতে পারেনি। আমাদের জন্য তাই চ্যালেঞ্জিং হবে। মুজিবও নতুন বলে ভালো বল করে থাকে। ’
দেরাদুনের গরম নিয়েও ভাবছেন মুশফিক। বলেন,‘গরমে সমস্যা হতে পারে। আমরা শ্রীলঙ্কায়ও অনেক গরমে খেলেছি। যদি আমরা মানিয়ে নিতে পারি, তাহলে আশা করি আমাদের সমস্যা হবে না।’
Discussion about this post