এবারের বিপিএলে শুরুটা দুর্দান্ত হয়েছিল তাদের। কিন্তু সময় গড়াতেই ছন্দপতন। এখন একেবারে খেই হারানো দল বরিশাল বুলস। রোববারও সেই পথেই থাকল মুশফিকুর রহিমের দল। শুরুতে বাজে ব্যাটিং, তারপর সাদামাটা বোলিং, দুইয়ে মিলিয়ে আরেকটি হার!।তাদের বিপক্ষে ৪ উইকেটের সহজ জয়েই সাকিব আল হাসানের দল ঢাকা শেষ চারের লড়াইয়ে ভাল করেই টিকে থাকল।
মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করে বরিশাল বুলস। অধিনায়ক মুশফিকের ব্যাটে ৩৬। নাদিফ চৌধুরী ২১ ও রুম্মান রেইসের অপরাজিত ২৫ রান। জবাব দিতে নেমে ৪ বল ও ৪ উইকেট হাতে ম্যাচ জিতে নেয় ঢাকা ডায়নামাইটস।
বরিশালকে হারিয়ে ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল ঢাকা। সমান ম্যাচ খেলা খুলনা টাইটান্সের পয়েন্টও ১২! তবে রানরেটে পিছিয়ে দলটি। এদিকে ৯ ম্যাচে এটি বরিশালের ষষ্ঠ হার।
সংক্ষিপ্ত স্কোর-
বরিশাল বুলস: ২০ ওভারে ১৩২/৬ (শাহরিয়ার ৩, মুনাবিরা ১০, মেন্ডিস ৭, মুশফিক ৩৬, নাদিফ ২১, পেরেরা ১৫*, এনামুল ৩, রাইস ২৫*; আবু জায়েদ ১/১২, সাকিব ১/৩১, ব্রাভো ১/৩৫, বোপারা ১/২৩, প্রসন্ন ০/১৭)।
ঢাকা ডায়নামাইটস: ১৯.৪ ওভারে ১৩৫/৬ (মারুফ ১, সাঙ্গাকারা ৩২, সাকিব ২২, নাসির ৩৪, মোসাদ্দেক ২৩, প্রসন্ন ১০, বোপারা ১*, ব্রাভো ৬*; তাইজুল ২/১৯, রাইস ০/২৫, এনামুল ১/২৪, মুনাবিরা ০/৪, রাব্বি ১/১৪, পেরেরা ০/১৫, মনির ১/১২)।
ফল: ঢাকা ডায়নামাইটস ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
Discussion about this post