অবশেষে গুঞ্জনই সত্য হল। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেলেন মার্ক ও’নিল। সাবেক এই অস্ট্রেলিয়াকে দ্বায়িত্ব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপাতত একমাস মুশফিকুর রহীম-সাব্বির রহমানদের ব্যাটিং পরামর্শকের ভুমিকায় দেখা যাবে তাকে।
বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে মার্ক ও’লিন ঢাকায় এসেছিলেন গত বুধবার। কিন্তু শনিবার তাকে দেখা গেল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। অস্ট্রেলিয়ার সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটার রোববারই থেকেই শিষ্যদের নিয়ে কাজে নেমে পড়ার কথা। কিন্তু তার অধীনে এক মাসে কতটুকু শিখতে পারবেন সাকিবরা? এ নিয়ে ও’নিল বলছিলেন, ‘আপাতত ওদের কিছুদিন দেখব আমি। এখানকার অবস্থা পর্যবেক্ষণ করব। তারপর নতুন করে কথা হতেও পারে। তবে ছোটখাটো কিছু কাজ করার জন্য এই সময় যথেষ্টই।’
বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আপাতত লিন একমাস কাজ করবেন। এরপর হয়তো তাকে আমরা ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজে লাগাবো।’
এর আগে থিলান সামারাবিরার সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়েছিল গত মাসেই। এরপরই নতুন ব্যাটিং কোচের সন্ধানে নামে বিসিবি।
অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলতে পারেননি নিল। নিউ সাউথ ওয়েলস ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে তিনি খেলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। ৭৬ ম্যাচে ৩৫.১৭ গড়ে ৯ সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরি করেছেন।
সন্তুষ্ট করতে পারলেই তার সঙ্গে দীর্ঘ মেয়াদের চুক্তি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
Discussion about this post