ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকেই সব ধরণের ক্রিকেট বন্ধ। এ অবস্থা থেকে বের হতে অবশ্য চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পরিস্থিতি এখনও অনুকুলে না আসায় তা সম্ভব হচ্ছে না। এরইমধ্যে দেশের ক্রিকেটের শীর্ষ এ সংস্থাটির কাছে মুশফিকুর রহিম অনুমতি চান, শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনের। তবে বোর্ডের পরিকল্পনা, জীবাণুমুক্ত পরিবেশ সৃষ্টি করার পর সবাইকে অনুশীলনে নিয়ে আসা। তাই মুশফিকের সেই প্রস্তাব প্রত্যাখান করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অনুশীলনের জন্য এখনও উপযুক্ত সময় আসেনি বলেই মুশফিকের প্রস্তাব গ্রহণ করতে পারেনি বিসিবি। এ ব্যাপার সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘মুশফিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। সে এককভাবে অনুশীলন করতে চায়। তবে আমরা তাকে বলেছি যে অনুশীলনের জন্য এখন উপযুক্ত সময় নয়, ঘরেই তার অনুশীলন করা উচিত। অনুশীলন গুরুত্বপূর্ণ, তবে আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা আরও বেশি গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘অল্প সংখ্যক ক্রিকেটার এককভাবে অনুশীলনের জন্য জানিয়েছিল। তবে সবার জন্য আমাদের বার্তা ছিল একই। আমরা আমাদের সুবিধাদী জীবাণুমুক্ত করার জন্য কাজ করছি। তবে এই কাজটি এখনও শেষ হয়নি।’
অনেক দেশ এরইমধ্যে অনুশীলন শুরু করেছে। বিসিবিও সে পথেই হাঁটবে। তবে কবে এ কার্যক্রম শুরু হবে তা এখনই সংস্থাটির সিইও নিজামউদ্দিন বলতে পারছেন না, ‘আমাদের সব বিষয় নিয়ে বিবেচনা করা প্রয়োজন। অনেক দেশ ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। নিঃসন্দেহে আমরাও তাই করব। যাই হোক, এই মুহূর্তে আমরা নির্দিষ্ট সময় দিতে পারছি না। ঈদের পর থেকে অনুশীলনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র জীবাণুমুক্ত আমরা কাজ করছি এবং এটি প্রক্রিয়াধীন রয়েছে। এই কাজ শেষ হওয়ার পর আমরা বলতে পারি যে আমরা আবার ক্রিকেটের অনুশীলনের জন্য প্রস্তুত।’
গত মার্চ থেকে খেলাধুলা বন্ধ থাকায় ক্রিকেটারা যে যার বাড়িতেই অবস্থান করছেন। তবে সেখানেই তারা ফিটনেস ধরে রাখতে কাজ করছেন। তাদের মধ্যে অন্যতম মুশফিকুর রহিম। এ ক্রিকেটার এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফিটনেস সেশনের কয়েকটি ভিডিও আপ করেছেন। তা থেকে বোঝা যায় এ ডানহাতি মাঠে ফেরার জন্য কতটা ব্যাকুল।
Discussion about this post