ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হঠাৎ নেতৃত্ব পেয়েছিলেন তিনি। কিছু বুঝে উঠার আগেই দল নিয়ে যান ভারতে। সেখানে অবশ্য ভরাডুবি। সব মিলিয়ে টেস্টে ক্যাপ্টেন্সি তেমন একটা উপভোগ করতে পারেন নি মুমিনুল হক। তবে এবার অনেকটা স্বস্তি নিয়ে দেশের মাঠে লড়বেন তিনি। পাচ্ছেন অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে। বুধবার শুরু চট্টগ্রাম টেস্ট। তার আগে মুমিনুল হক জানালেন তিনি হতে চান আক্রমণাত্মক অধিনায়ক।
সেরা দলটা নিয়েই লড়বেন মুমিনুল। আগে যেটুকু সময় নেতৃত্ব দিয়েছেন তখন পান নি সাকিব আল হাসানকে। ২০১৯ সালের অক্টোবরে ভারত সফরে যেতে পারেন নি সাকিব। নিষিদ্ধ ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। তখনই হঠাৎ করেই নেতৃত্ব পান মুমিনুল। তারপর সাকিব বিহীন দল নিয়ে ভারত সফর ও পাকিস্তান সফরে বাংলাদেশ তিনটি টেস্টেই হার মানে ইনিংস ব্যবধানে।
তবে গত বছরের মার্চে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের দেখা পায় দল। মুমিনুলও করেন সেঞ্চুরি। সব মিলিয়ে প্রায় ১ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্টে ফিরছে বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরলেও নেতৃত্বে সেই মুমিনুল। তাতে যেন মুমিনুল আরও বেশি আত্মবিশ্বাসী।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট শুরুর আগের দিন মঙ্গলবার মুমিনুল বলেন, ‘আমি সবসময় আগ্রাসী অধিনায়কত্ব করতে পছন্দ করি। রক্ষণাত্মক অধিনায়কত্ব আমার অতটা (পছন্দ নয়)। ম্যাচের পরিস্থিতির কারণে অনেক সময় অন্যরকম হয়। তবে আমি আক্রমণাত্মক থাকতেই পছন্দ করি।’
আগের দিন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, মুমিনুলের নেতৃত্বের উন্নতির জন্য সাকিব, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের মতো সিনিয়রদের সমর্থন ও পাশে থাকা সবচেয়ে দরকার। এনিয়ে মুমিনুল বলছিলেন, ‘সিনিয়র যারা আছেন, তারা অনেক দিন থেকে ক্রিকেট খেলছেন। সবাই পেশাদার। আমার চাওয়ার কিছু নেই। উনারাই জানে কীভাবে আমাকে সহায়তা করতে হবে। আমার বাড়তি কিছু চাওয়ার দরকার নেই। আমি খুবই খুশি উনারা আমাকে যেভাবে সমর্থন করছেন, প্রতিটি পরিস্থিতি সামলাতে যেভাবে পাশে থাকছেন।’
Discussion about this post