দুই দিন বল মাঠে গড়ায়নি। কিন্তু আজ সোমবার কানপুর টেস্টের খেলা শুরু হতেই একের পর এক হতাশা সঙ্গী বাংলাদেশের। কানপুর টেস্টে চতুর্থ দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ অলআউট। সেঞ্চুরি করলেন মুমিনুল হক। অন্যরা শুধু আসা-যাওয়া করলেন উইকেটে। এরপর জবাবে নেমে দ্রুত লিড নিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। মেষ বেলায় ২ ইনিংসে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
বৃষ্টির কারণে প্রথম দিনে দেড় সেশনের বেশি সময় এবং পরের দুই দিনও খেলা হয়নি। সেই টেস্ট এখন হারের মুখে টাইগাররা। ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ৮.২২ গড়ে রান তুলেছে তারা। ওভারপ্রতি রানের হিসাবে টেস্টে এটিই সবচেয়ে আক্রমণাত্বক দলীয় ইনিংস।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১১ ওভার ব্যাট করে ২ উইকেটে ২৬ রান তুলতেই চতুর্থ দিনের খেলা শেষ। নিজেদের দুই ইনিংস মিলিয়ে ভারতের প্রথম ইনিংস থেকে ২৬ রানে পিছিয়ে সফরকারীরা। উইকেটে অপরাজিত সাদমান ইসলাম (৭) ও মুমিনুল (০)।
এর আগে প্রথম সেশনে আউট হন মুশফিকুর রহিম, লিটন দাস ও সাকিব আল হাসান। মুমিনুল সেঞ্চুরি তুলেন অন্য প্রান্তে। ১৩তম টেস্ট সেঞ্চুরিতে ১০৭ রানে অপরাজিত থাকেন মুমিনুল। দেশের বাইরে এটি তার দ্বিতীয় শতরান। এদিন টেস্ট ইতিহাসের তৃতীয় বাঁহাতি স্পিনার হিসেবে তিনশ উইকেট ক্লাবে পা রাখেন রবীন্দ্র জাদেজা।
ব্যাটিংয়ে নেমে ভারত টেস্ট ক্রিকেটে দ্রুততম দলীয় পঞ্চাশের পর দ্রুততম একশ, দেড়শ, দুইশ ও আড়াইশ, প্রতিটিরই রেকর্ড গড়ে। ১১ বলে ২৩ তুলেন রোহিত, ৫১ বলে ৭২ জয়সওয়াল। শুবমান গিল ৩৬ বলে ৩৯ রান। ৩৫ বলে ৪৭ রান বিরাট কোহলি, ৪৩ বলে ৬৮ রান তুলেন লোকেশ রাহুল।
চারটি করে উইকেট নেন সাকিব ও মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪.২ ওভারে ২৩৩/১০ (মুমিনুল ১০৭*, মুশফিক ১১, লিটন ১৩, সাকিব ৯, মিরাজ ২০, তাইজুল ৫, হাসান ১, খালেদ ০; বুমরাহ ১৮-৭-৫০-৩, সিরাজ ১৭-২-৫৭-২, অশ্বিন ১৫-১-৪৫-২, আকাশ ১৫-৬-৪৩-২, জাদেজা ৯.২-০-২৮-১)।
ভারত ১ম ইনিংস: ৩৪.৪ ওভারে ২৮৫/৯ (ডি.) (জয়সওয়াল ৭২, রোহিত ২৩, গিল ৩৯, পান্ত ৯, কোহলি ৪৭, রাহুল ৬৮, জাদেজা ৮, অশ্বিন ১, আকাশ ১২, বুমরাহ ১*; হাসান ৬-০-৬৬-১, খালেদ ৪-০-৪৩-০, মিরাজ ৬.৪-০-৪১-৪, তাইজুল ৭-০-৫৪-০, সাকিব ১১-০-৭৮-৪)।
বাংলাদেশ ২য় ইনিংস: ১১ ওভারে ২৬/২ (জাকির ১০, সাদমান ৭*, হাসান ৪, মুমিনুল ০*; বুমরাহ ৩-১-৩-০, অশ্বিন ৫-২-১৪-২, আকাশ ৩-২-৪-০)।
#কানপুর টেস্ট ৪র্থ দিন শেষে
Discussion about this post