অনেক নাটকের পর দলে ফিরেছেন। কিন্তু একাদশে থাকা এখনো নিশ্চিত হয়নি মুমিনুল হকের।অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তিন নম্বরে জায়গা পেতে ইমরুল কায়েসের সঙ্গ লড়তে হবে তাকে।ইমরুল নিজেই এমন কথা বললেন মঙ্গলবার।
মিরপুরের শেরেবাংলায় ইমরুল সাংবাদিকদের বলেন,‘সবশেষ টেস্ট ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছি, সেখানেও কিন্তু আমি তিন নম্বরে ব্যাট করেছি। আমি আসলে কোচের সঙ্গে কথা বলেছি, কোচ আমাকে বলেছেন তিনে ব্যাটিং করার জন্য। নেটে সেভাবেই ব্যাটিং করছি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও তিন নম্বরে ব্যাটিং করেছি। ওপেনার থেকে তিন নম্বরে ব্যাটিং করা কঠিন, তবে মানিয়ে নিতে হচ্ছে।’
ওপেনারের পক্ষে তিন নম্বরে ব্যাটিং করাটা একটু কঠিন।ইমরুল বললেন, ‘আমি যখন ব্যাটিংয়ে নামার জন্য প্যাড পরে বসে থাকি, তখন নিজের মধ্যে অস্থিরতা কাজ করে, কখন মাঠে যাবো। এটা আসলে মানিয়ে নিতে হয়। তামিমকে যদি দেন, ও পারবে না (ওপেনিং থেকে হঠাৎ তিনে)। একটা সময় আমিও পারতাম না। ওপেনার থেকে তিন নম্বরে ব্যাটিং করা কঠিন, তবে মানিয়ে নিতে হচ্ছে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও তিন নম্বরে ব্যাটিং করেছি। আশা করছি কোন সমস্যা হবে না।’
তিন নম্বরে মুমিনুলের সঙ্গে লড়াইটা ইতিবাচকভাবেই দেখছেন তিনি। জানালেন, ‘এই যে প্রতিযোগিতা, এটা ইতিবাচক দিক। টিমে এমন কম্পিটিশন থাকলে সেটা ভালো। কম্পিটিশন বেশি থাকলে ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো জনকে খেলানোর জন্য বেছে নিতে পারে। আমি বলব এটা একটা ভালো দিক দলের জন্য। এবং তারা পারফর্মও করবে।’
তিনে মুমিনুল নাকি ইমরুল এই প্রশ্নের মিলবে ২৭ আগষ্ট। এদিন মিরপুরে শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। ঈদের পর ৪ সেপ্টেম্বর শুরু সিরিজের ২য় ও শেষ টেস্ট।
Discussion about this post