ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরিতে মুমিনুল হকের বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শেষ-খবরটা পুরনো। ছিটকে গেছেন পেসার শফিউল ইসলামও। তাদের বিকল্প খুঁজে নিয়েছে দুই দল। গাজী গ্রুপ চট্টগ্রাম মুমিনুল হকের বদলি হিসেবে দলে নিয়েছে তরুণ বাঁহাতি পেসার রুয়েল মিয়াকে।
এই নামটি অবশ্য ঘরোয়া ক্রিকেটে অপরিচিত নয়। গত বছর জাতীয় লিগের এক ম্যাচে সিলেটের হয়ে ইনিংসে ৮ উইকেটসহ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আলোচনায় আসেন রুয়েল। এই ক্রিকেটারটি শনিবার যোগ দিলেন চট্টগ্রাম দলের ক্যাম্পে।
চোটের কারণে জেমকন খুলনা দল থেকে ছিটকে গেছেন পেসার শফিউল ইসলাম। তার বদলি হিসেবে যোগ দিলেন আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ।
ব্যাটসম্যানের বদলি হিসেবে পেসার দলে নেনেছে চট্টগ্রাম। কারণটা ব্যাখা করতে গিয়ে কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আমাদের বাড়তি একজন ব্যাটসম্যান আছেই, মাহমুদুল হাসান জয়। কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছে ও। আমাদের তাই মনে হয়েছে পেস বোলিংয়ে বিকল্প একজন বাড়ালে ভালো হয়। এ কারণেই রুয়েলকে নিয়েছি।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে চার ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম। ১২ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি পেসার মুস্তাফিজুর রহমান।
এদিকে মুমিনুল এখন চোট সারিয়ে তোলার লড়াইয়ে রয়েছেন। আঙুলের অস্ত্রোপচার করাতে দুবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই ব্যাটসম্যান। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ দলের সফরকে সামনে রেখে অস্ত্রোচারের চেষ্টা চলছে তার।
Discussion about this post