ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যস্ত হয়ে পড়লেন বাংলাদেশের ক্রিকেটাররা। জাতীয় দল রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। আর ‘এ’ দল এখন আয়ারল্যান্ডের পথে। শনিবার মুমিনুল হকের নেতৃত্বে ডাবলিনের পথে দেশ ছাড়ল বাংলাদেশ ‘এ’ দল। এর আগে সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেন নির্বাচকরা। সফরে আইরিশ ‘এ’ দলের সঙ্গে ৫ ওয়ানডে ও তিনটি-টুয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।
শনিবার এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেশ ছাড়ে দল। দুবাই হয়ে ডাবলিনে যাবেন ‘এ’ দলের ক্রিকেটাররা।
সফরে ওয়ানডে সিরিজে দলের অধিনায়ক মুমিনুল হক। আবারো এই টেস্ট স্পেশালিস্টকে ওয়ানডে দলে ফেরাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার অংশ হিসেবেই দলে অধিনায়ক করা হল এই অভিজ্ঞ ক্রিকেটারকে। সৌম্য সরকার টি-টুয়েন্টির অধিনায়ক করা হয়। যদিও ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টুয়েন্টি দলে তাকে রেখেছেন নির্বাচক। তার বদলে অন্য কাউকে হয়তো অধিনায়ক করা হবে।
বাংলাদেশ ‘এ’ দল-
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ফজলে মাহমুদ রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আল-আমিন জুনিয়র, জাকির হাসান, নাঈম হাসান, সানজামুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, মিজানুর রহমান, সাঈফ উদ্দিন, সাইফ হাসান ও তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড সফর সূচি
ম্যাচ তারিখ
১ম ওয়ানডে – ১ আগস্ট
২য় ওয়ানডে – ৩ আগস্ট
৩য় ওয়ানডে – ৫ আগস্ট
৪র্থ ওয়ানডে – ৮ আগস্ট
৫ম ওয়ানডে – ১০ আগস্ট
ম্যাচ তারিখ
১ম টি-টুয়েন্টি – ১৩ আগস্ট
২য় টি-টুয়েন্টি – ১৫ আগস্ট
৩য় টি-টুয়েন্টি – ১৭ আগস্ট
Discussion about this post