চট্টগ্রাম টেস্টে টানা উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া বাংলাদেশকে উদ্ধার করলেন মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব। তৃতীয় দিনের প্রথম সেশনে দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে নিয়ে গেলেন ৪০০ রানের ওপারে, তুলে নিলেন বড় লিডও।
আজ চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু হয়েছিল ৭ উইকেটে ২৯১ রানে। আগের দিন শেষ বেলায় মাত্র ২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল টাইগাররা। তখন লিড ছিল মাত্র ৬৪ রান। কিন্তু সেই চাপ মুছে নতুন করে লড়াই শুরু করলেন দুই ব্যাটার-মিরাজ ও তাইজুল ইসলাম।
প্রথমে তাইজুলের সঙ্গে গড়ে ওঠে ৫৮ রানের জুটি। এরপর তাইজুল ফিরে গেলে মিরাজের সঙ্গে জুটি গড়েন তরুণ পেসার তানজিম হাসান। দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৭ বলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে এনে দেন আশাব্যঞ্জক লিড।
সেশনের শেষে বাংলাদেশ ১১৪ ওভারে ৮ উইকেটে ৪০৪ রান তুলেছে। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২২৭ রানের জবাবে লিড দাঁড়িয়েছে ১৭৭ রানে। মিরাজ ১০৯ বলে ৭৬ এবং তানজিম ৫৭ বলে ২৯ রানে অপরাজিত রয়েছেন।
দিনের প্রথম সেশনে ২৭ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। এই জুটি না থাকলে যেখানে ইনিংস থেমে যেতে পারত ৩০০’র আশপাশে, সেখানে এখন বাংলাদেশের চোখ আরও বড় লিডের দিকে।
ম্যাচের নিয়ন্ত্রণ এখন স্পষ্টভাবেই বাংলাদেশের হাতে।
Discussion about this post