ক্রিকেট শুধু খেলা নয়, আজকের দিনে এটি একটি শিল্প। আর সেই শিল্পে নিজেদের স্বাক্ষর রাখতে এগিয়ে এসেছে বাংলাদেশের প্রথম ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান-এমকেএস স্পোর্টস। দুই জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস ও মেহেদী হাসান মিরাজের স্বপ্নের ফসল এই প্রতিষ্ঠান, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক অঙ্গনে।
২০২৩ সালের মার্চ-এপ্রিলে যাত্রা শুরু করে এমকেএস। ব্যাট কারিগর হুসাইন মোহাম্মদ আফতাব শাহিনের দক্ষ হাতের ছোঁয়ায় এবং দুই ক্রিকেটার প্রতিষ্ঠাতার ক্রিকেটীয় অভিজ্ঞতায় তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ব্যাট।
শুরুতে শুধু স্বপ্ন ছিল, এখন সেটি বাস্তবতা। ইতোমধ্যে মিরাজ, শাহাদাত হোসেন দিপু, রিশাদ হোসেনের মতো জাতীয় দলের ক্রিকেটাররা এই ব্যাট হাতে মাঠে নেমেছেন আন্তর্জাতিক ম্যাচে। দেশীয় ব্যাট দিয়ে আন্তর্জাতিক মানের পারফরম্যান্স প্রমাণ করেছে, বাংলাদেশেরও সামর্থ্য আছে ক্রিকেট উপকরণ তৈরির।
সর্বশেষ সংযোজন আরও বড় এক চমক। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সফল ক্রিকেটার সাকিব আল হাসান হতে যাচ্ছেন এমকেএস স্পোর্টস-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিশ্বব্যাপী যার পরিচিতি, সেই সাকিবের হাত ধরে এবার বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায় এই দেশীয় ব্র্যান্ড।
খুব শিগগিরই এই চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সাকিবের জনপ্রিয়তা ও প্রভাব ব্যবহার করে ব্র্যান্ডটি বিশ্ব ক্রিকেট বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে চায়।
তরুণদের স্বপ্নপূরণে পাশে দাঁড়াচ্ছে এমকেএস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশের ১৫ সদস্যের দলের ৮ জন খেলোয়াড়কে স্পন্সর করে প্রতিষ্ঠানটি আলোচনায় আসে। প্রতিটি ক্রিকেটারকে বছরে ৪টি ব্যাট, ৬ জোড়া গ্লাভস ও ২ জোড়া প্যাড সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়। এমন সহায়তা তরুণদের মাঝে আত্মবিশ্বাস ও পৃষ্ঠপোষকতার পরিবেশ তৈরি করেছে।
Discussion about this post