ফের বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মনোনীত হলেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এর আগেও এই দ্বায়িত্বে দেখা গেছে তাকে। প্রধান নির্বাচক হিসেবে ফারুক আহমেদের পাশাপাশি এবার শোনা গিয়েছিল মিনহাজুল আবেদীন নান্নুর নামও!
সাবেক নির্বাচক আকরাম খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার পরই পদটি খালি হয়। অবশ্য গত কিছুদিন ধরেই আকরাম খানের দ্বায়িত্ব পালন করছিলেন অন্য দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমন।
মঙ্গলবার বিসিবি বেছে নিয়েছে অভিজ্ঞ ফারুক আহমেদকে। আগের মতোই অন্য দুই নির্বাচক হিসেবে থাকবেন মিনহাজুল এবং হাবিবুল। এর আগে ২০০৩ থেকে ’০৭ পর্যন্ত টানা চার বছর প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন ফারুক। দ্বায়িত্ব পেয়ে তিনি বললেন, ‘১০ বছর আগে আমি যখন প্রথম দল নির্বাচনের দায়িত্ব পাই তখন জাতীয় দল আজকের অবস্থায় ছিল না। দল হিসেবে তখনও বেশ অগোছালো ছিল। এখন দল একটা পর্যায়ে পৌঁছে গেছে। এখন প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে ধারাবাহিকভাবে উন্নতি করা।’
এদিকে গুঞ্জন রটেছে নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করতে পারেন মিনহাজুল আবেদিন নান্নু। প্রধান নির্বাচক হতে চেয়েছিলেন তিনি।
Discussion about this post