ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টানা দুই ম্যাচে হেরে চাপে বাংলাদেশ দল। এরইমধ্যে দুঃসংবাদ বুধবার ভোরে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। কিন্তু এই ম্যাচ দল পাচ্ছেনা সিরিজে সবচেয়ে সফল ব্যাটসম্যানটিকে। ইনজুরিতে ছিটকে গেছেন মোহাম্মদ মিঠুন। একইসঙ্গে মুশফিকুর রহিমকে নিয়েও ছিল শঙ্কা। ম্যাচ শুরুর ২৪ ঘন্টার কম সময় বাকী থাকলেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি!
কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই হাফসেঞ্চুরি করেছেন মিঠুন। দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটসম্যানটিই কীনা শনিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে চোট পান। দ্রুত একটি সিঙ্গেল নিতে গিয়ে টান লাগে হ্যামস্ট্রিংয়ে। আর মুশফিক তার পুরোনো পাঁজরের চোটে ভুগছেন।
বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট বলছিলেন, ‘মোহাম্মদ মিঠুনের অবস্থা ভালো নয়। বেশ কিছুদিন সময় লাগবে, ১০-১২ দিন লাগবে ঠিক হতে। সেজন্য শেষ ওয়ানডে মিস করবে। আশা করছি প্রথম টেস্ট ম্যাচের আগে ফিট হবে।’
তবে মুশফিককে নিয়ে খুশির খবর শোনালেন খালেদ মাসুদ। বলেন, ‘মুশফিকের অবস্থা বেশ ভালো। স্ক্যানে কিছু ধরা পড়েনি। আজকে অবশ্য সেভাবে অনুশীলন করেনি। বুধবার সকালে ওয়ার্ম-আপের সময় সিদ্ধান্ত নেওয়া হবে। কতখানি ফিট, সেটি দেখেই সিদ্ধান্ত হবে। তবে মনে আশা করছি ও খেলবে।’
তাদের চোটের কারণেই ওয়ানডে দলে যোগ করা দিতে হলো টেস্ট স্কোয়াডে থাকা মুমিনুল হককে। খালেদ মাসুদ পাইলট বলেন, ‘ মুমিনুল শুরু থেকে দলের সঙ্গেই আছে। তাকে আমরা মিঠুনের জায়গাতেও ব্যবহার করতে পারবো।’
ডানেডিনে বুধবার ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই বাংলাদেশের। এই ম্যাচের পরই স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ। হ্যামিল্টনে প্রথম টেস্ট শুরু ২৮ ফেব্র্রুয়ারি।
Discussion about this post