ক্যারিয়ারে দুঃসময়ে ছিলেন তিনি। ব্যাটে রান ছিল না তাই ছিটকে পড়েন জাতীয় দল থেকে। তবে ফেরার লড়াইয়ে দারুণ খেলছেন মোহাম্মদ মিঠুন। এবার এই ব্যাটসম্যান পেয়ে গেলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে এসে ছাড়িয়ে গেলেন নিজেকে!
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে তৃতীয় দিনে ডাবল পেয়ে যান মিঠুন। ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে খেললেন ৩ ছক্কা ও ২৭ চারে ২০৬ রানের ইনিংস। ৩০৬ বল ও ৪৪৫ মিনিট লড়লেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে মিঠুনের সেঞ্চুরি ছিল ১৩টি। সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৮৬। এবার সেই সব কীর্তি ছাপিয়ে পেলেন প্রথম ডাবল সেঞ্চুরি।
ফাইনালে দল যখন ১৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে, তখনই মধ্যাঞ্চলের হয়ে নিজেকে উজাড় করে দিলেন। আগের দিনই শতরান করেন ১৫১ বলে। ডাবল সেঞ্চুরি পান ২৮৭ বলে।
ডাবল সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকেননি মিঠুন। লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে এলবিডব্লিউ হন ২০৬ রানে। তবে মুখে ছিল হাসি। থাকবেই না কেন, ১৫ বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথমবার যে পেলেন ডাবলসেঞ্চুরি।
Discussion about this post