মিশন ইমপসিবলকে যেন পসিবল করার গল্প। ৩৩ রানে শেষ ৪ উইকেট। ঠিক সেখানে দাঁড়িয়ে স্রোতের বিপরীতে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ গড়েন রেকর্ড ২২৪ রানের অবিশ্বাস্য জুটি। যার পথ ধরে নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার ৫ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। এমন জয়ের পর খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটেও বাঘের গর্জন!
কার্ডিফের সোফিয়া গার্ডেনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফিদের জয়ের বন্দনায় এখন সবাই। আইসিসির অফিশিয়াল ফেসবুক ও টুইটার পেজের কাভারে দেখা যাচ্ছে মাহমুদউল্লাহর সেই জয় উদ্যাপনের ছবি। কিউইদের বিপক্ষে অপরাজিত ১০২ রান করা বাংলাদেশ দলের এ টপঅর্ডার ব্যাটসম্যানের এই উদযাপনে যেন ফুটে উঠেছে রয়াল বেঙ্গল টাইগারের গর্জন!
ক্যারিয়ারে তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি হাঁকানো রিয়াদ বলছিলেন, ‘দেখুন আমি মনে করি তিনটি সেঞ্চুরিই আমার জন্য বিশেষ কিছু এবং প্রত্যেকটি ইনিংসই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।’
তবে গত শুক্রবার জেতা যাবে ভাবেন নি। কারণ ২৬৬ অনেক দূরের পথ। মাহমুদউল্লাহ বলেন, ‘বিশ্বাস করুন- আমরা তখন ম্যাচ জয়ের কথা ভাবিনি। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে চেয়েছি। ম্যাচ জয়ের অনেক কাছাকাছি চলে এসে অবশ্য আমি সাকিবকে বললাম, আমরা জয়ের অনেক দ্বারপ্রান্তে এসেছি, এটা হাতছাড়া করবো না।’
Discussion about this post