দলের সেরা তারকা ছিলেন তারা। তাদের হাত ধরেই এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দুর্দান্ত সূচনা হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জের। কিন্তু আয়ারল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহীম চলে গেছেন সাসেক্সে। তাদের সেই অভাবটা কাটিয়ে উঠতে পারছে না সাবেক চ্যাম্পিয়নরা। মুশফিক-মাশরাফিকে মিস করছে লিজেন্ডসরা। মঙ্গলবার মোহামেডান স্পোটিং ক্লাবের বিপক্ষে ৫১ রানে হেরেছে মোশাররফ হোসেনের দল। তাইজুল একাই শেষ করে দিয়েছেন। ১০ ওভারে ২২ রানে ৬ উইকেট নিয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা জাগালেন এই স্পিনার।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে আগে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ১৩৫ রানে অলআউট করে রূপগঞ্জ। এরপর মাত্র ৮৪ রানেই অলআউট। মোহামেডান জিতে ৫১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
মোহামেডান: ৩৯.৪ ওভারে ১৩৫ (অভিষেক ১০, রনি ১৭, শামসুর ২৩, আসালঙ্কা ১, রকিবুল ২৪, জাবিদ ১৯, নাজমুল ২০, তাইজুল ২, রাব্বি ১৫, সাজেদুল ৩*, এনাম জুনিয়র ১; শরীফ ২/১৫, রাসেল ১/২৫, মোশাররফ ১/৪১, সাক্সেনা ২/৩৫, আসিফ ৪/১৯)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৩২.৪ ওভারে ৮৪ (সায়েম ১, হাসানুজ্জামান ৬, ইয়াসির ১৪, নাঈম ১৫, সাক্সেনা ০, হামিদুল ৪, মোশাররফ ২২, মাহমুদুল ৪, শরীফ ৫*, আসিফ ৪, রাসেল ৪; শামসুর ০/১৯, তাইজুল ৬/২৪, এনাম জুনিয়র ০/২, আসালঙ্কা ১/১০, রাব্বি ১/২৬, সাজেদুল ২/৩)
ফল: মোহামেডান ৫১ রানে জয়ী
ম্যাচসেরা: তাইজুল ইসলাম
##############
প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুভাগত হোমের বোলিংয়ে ১৫৬ রানে অলআউট কলাবাগান ক্রীড়া চক্র। শুভাগত ১৯ রানে নেন ৪টি উইকেট। জবাবে সাইফ হাসানের ৬১ রানে ভর করে ১৯.৪ ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় নিশ্চিত করে আবাহনী লিমিটেড।
সংক্ষিপ্ত স্কোর:
কলাবাগান ক্রীড়া চক্র: ৪৫.৫ ওভারে ১৫৬ (মেহরাব জুনিয়র ৯, তাসামুল ৪, জসিম ১৩, মাসাকাদজা ৩১, তুষার ৩৬, আশরাফুল ৭, মোসাব্বেক ২, মুক্তার ২২, হাসান ১৩, সঞ্জিত ২*. নাবিল ১; সাইফউদ্দিন ২/২৬, অনিক ১/২২, শুভাগত ৪/১৯, সাকলাইন ১/২১, আফিফ ০/২৩, মানান ২/৩০, নাজমুল ০/৬)
আবাহনী: ৩০.২ ওভারে ১৬১/৪ (লিটন ২০, সাদমান ২০, সাইফ ৬১, নাজমুল ২৪, মিঠুন ৩০*, আফিফ ২; নাবিল ১/৩৪, মোসাব্বক ০/২০, সঞ্জিত ০/১৯, হাসান ২/২০, মুক্তার ০/১৪, মেহরাব জুনিয়র ০/১৯, আশরাফুল ১/১৬, তুষার ০/১৯)
ফল: আবাহনী ৬ উইকেটে জয়ী
##########
দিনের অন্য ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ১৮০ রানে অলআউট প্রাইম ব্যাংক। জবাবে ৪৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪৯.৫ ওভারে ১৮০ (মারুফ ১০, নাহিদ ১১, রাফাতুল্লাহ ৬, জাকির ৫২, আল আমিন জুনিয়র ৭, আসিফ ৩৩, তাইবুর ১, সালমান ১৫, আরিফুল ৩০, নাজমুল ৬, আল আমিন ২*; রেজা ৩/৩০, সানি ১/৩৮, দেলোয়ার ৩/১৭, ডি সিলভা ১/৩৮, শরিফউল্লাহ ১/৪২, হাবিবুর ০/১৪)
প্রাইম দোলেশ্বর: ৪৫.২ ওভারে ১৮১/৩ (ইমতিয়াজ ১১. মজিদ ০, শাহরিয়ার ৭৮*, মার্শাল ৬২, জাকের ১৭*; আল আমিন ২/২৬, আরিফুল ০/৩১, নাহিদ ০/১৮, নাজমুল ০/২৮, আল আমিন জুনিয়র ০/১৭, রাফাতুল্লাহ ০/১৮, সালমান ১/১৭, তাইবুর ০/১৭, আসিফ ০/৪)
ফল: প্রাইম দোলেশ্বর ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: দেলোয়ার হোসেন।
Discussion about this post