তিন অধিনায়কের দল মিনিস্টার গ্রুপ ঢাকা। তাইতো অনেকেরই জানার আগ্রহ ছিল কে নেতৃত্ব দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই দলের। সেই প্রশ্নের উত্তর মিলল সোমবার। ঢাকার অধিনায়ক হয়েছেন বাংলাদেশ দলের টি-টুয়েন্টি ফরম্যাটের নেতা মাহমুদউল্লাহ রিয়াদ। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালদের নেতৃত্বে থাকছেন তিনিই।
ঢাকার জার্সি উন্মোচন অনুষ্ঠানে রিয়াদকে অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছে ফ্রাঞ্চাইজিটি। দলটির মালিকানা কিনেছে মিনিস্টার গ্রুপ। অবশ্য ড্রাফট থেকে দল গোছানোর কাজ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তখনই মাহমুদউল্লাহ রিয়াদকে সরাসরি সাইনিংয়ে দলে নেয়। এরপর ড্রাফটে তারা কিনে নেয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জাকে।
করোনা কালের ঝুঁকি নিয়ে ২১ জানুয়ারি থেকে শুরু হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর। ঢাকা, সিলেট, চট্টগ্রামে হবে বিপিএলের ৩৪টি ম্যাচ।
এক নজরে মিনিস্টার গ্রুপ ঢাকা
সরাসরি চুক্তি : মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।
ড্রাফট থেকে দেশি : তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান এবং এবাদত হোসেন।
ড্রাফট থেকে বিদেশি: মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান)।
Discussion about this post