ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সোমবার সকাল থেকেই কিছু অতি উৎসাহী গণমাধ্যমে গুঞ্জন-মাশরাফি বিন মতুর্জার অবস্থার অবনতি। করোনা আক্রান্ত এই ক্রিকেটার হাসপাতালে ভর্তি হতে চাইছেন এমন খবরও পরিবেশন করে অনেকে। ব্যাপারটা দুপুর গড়ানোর পরই চোখে পড়ে সাবেক এই অধিনায়কের। এরপর তিনি নিজেই ফেরিফাইড ফেসবুক পেজে জানান-খবর মিথ্যে।
তবে সোমবার সন্ধ্যায় বুকের এক্সরে করাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন বলে জানা গেছে। মাশরাফি গণমাধ্যমে বলেছেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা থাকায় সাবধানতা অবলম্বন করতে এই এক্সরে করানো।’
সব মিলিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হলেও সুস্থ আছেন মাশরাফি। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস নিয়ে মাশরাফি জানালেন তিনি সুস্থ আছেন।
মাশরাফি তার ফেসবুকে লিখেছেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্নভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না।
সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’
Discussion about this post