ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি যে ফুরিয়ে যাননি ফের মিলল তার প্রমাণ। করোনায় আক্রান্ত হয়েছিলেন, এরপর পড়েছিলেন ইনজুরিতেও। সব বাধা পেছনে ফেলে মাশরাফি বিন মর্তুজা বুঝিয়ে দিলেন তিনি কেন সেরাদের সেরা! বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে সোমবার চমক জাগানিয়া বোলিং উপহার দিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। কে বলবে তার বয়স ৩৭ বছর বয়স পেরিয়েছে। এই বয়সে এসে ২০ ওভারের ক্রিকেটে প্রথমবার শিকার করলেন ৫ উইকেট। তার পাশাপাশি সতীর্থ জহুরুল ইসলাম খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। তাদের নৈপুন্যে খুলনাকে পা রাখল ২০ ওভারের এই টুর্নামেন্টের ফাইনালে।
গাজী গ্রুপ চট্টগ্রামকে প্রথম কোয়ালিফায়ারে ৪৭ রানে হারাল জেমকন খুলনা।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জহুরুলের ৫১ বলে ৮০ রানের ইনিংসে খুলনা ২০ ওভারে খুলনা করে ২১০ রান। এরপর জবাব দিতে নেমে চট্টগ্রাম ১৬৩ রানে অলআউট।
এদিন মাশরাফি বল হাতে ছিলেন ভয়ঙ্কর। দুর্দান্ত বোলিংয়ের পসরা সাজিয়ে ৩৫ রানে ৫ উইকেট। ২০ ওভারের ক্রিকেটে এটিই তার সেরা পারফরম্যান্স। ম্যাচসেরা তিনিই। টি-টুয়েন্টিতে তার আগের সেরা ছিল ১১ রানে ৪ উইকেট। ২০১৮ সালের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তুলে নেন এই সাফল্য। আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলিং ১৯ রানে ৪ উইকেট, ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে।
এদিন মাহমুদউল্লাহ ৯ বলে ৩০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। সাকিব দুটি করে চার ও ছক্কায় ১৫ বলে করেন ২৮ রান। চলতি বঙ্গবন্ধু টি-টুয়েন্টিতে ৯ ইনিংসে প্রথমবার ১৫ ছাড়ালেন সাকিব।
তবে বিদায় নিচ্ছে না গাজী গ্রুপ চট্টগ্রাম। ৮ ম্যাচে ৭ জয় নিয়ে কোয়ালিফায়ারে আসা দলটি আরেকটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় এলিমিনেটর ম্যাচে জয়ী বেক্সিমকো ঢাকার সঙ্গে লড়বে তারা। এই ম্যাচে জয়ী দল উঠে যাবে ফাইনালে।
সংক্ষিপ্ত স্কোর-
জেমকন খুলনা: ২০ ওভারে ২১০/৭ (জহুরুল ৮০, জাকির ১৬, ইমরুল ২৫, সাকিব ২৮, মাহমুদউল্লাহ ৩০, আরিফুল ১৫, শুভাগত ০*, শামীম ১, মাশরাফি ৬* ; নাহিদুল ২-০-২১-০, শরিফুল ৪-০-৪৭-০, সঞ্জিত ৪-০-৫০-১, মুস্তাফিজ ৩.৪-০-৩১-২, সৌম্য ২.২-০-৩১-০, মোসাদ্দেক ৪-০-২৭-১)।
গাজী গ্রুপ চট্টগ্রাম: ১৯.৪ ওভারে ১৬৩ (লিটন ২৪, সৌম্য ০, মাহমুদুল ৩১, মিঠুন ৫৩, মোসাদ্দেক ১৭, শামসুর ১৮, সৈকত ৫, নাহিদুল ৪, মুস্তাফিজ ০, সঞ্জিত ২*, শরিফুল ০; মাশরাফি ৪-০-৩৫-৫, আল আমিন ৪-০-৩২-০, সাকিব ৪-০-৩২-১, হাসান ৪-০-৩৫-২, আরিফুল ৩.৪-০-২৬-২)।
ফল: জেমকন খুলনা ৪৭ রানে জয়ী।
ম্যাচসেরা: মাশরাফি বিন মুর্তজা।
Discussion about this post