বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আইকন ক্রিকেটার চূড়ান্ত করা হয়েছে। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ- সিনিয়র এ পাঁচ ক্রিকেটার ৫ আইকন। বাকি দুই আইকন ছিলেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। এবার যোগ হল মুস্তাফিজুর রহমানের নাম। এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা স্বাধীন। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়নি। ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা তাদের পারিশ্রমিক ঠিক করে নিতে পারবেন।
সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। গতবার সাকিব আল হাসানের সঙ্গে অন্য আইকনদের পারিশ্রমিকে বেশ দুরত্ব ছিল। সাকিব নেন ৫৫ লাখ টাকা। মাশিরাফি, তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিকের পারিশ্রমিক ছিল ৫০ লাখ টাকা। সাব্বির ও সৌম্য পান ৪০ লাখ করে।
এবারো তেমন কিছু হতে পারে। কারণ বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে আইকনরা যেহেতু দরকষাকষি করে দল খুঁজে নেবে। এনিয়ে তারা কোন হস্তক্ষেপ করবে না।
তবে বাকি ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক আগের মতোই থাকবে। এ ক্যাটাগরি ক্রিকেটারদের মূল্য হবে ২৫ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ১৮ লাখ। ‘সি’ ক্যাটাগরি ১২ লাখ ও ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের প্রতিজনের পারিশ্রমিক হতে পারে ৫ লাখ টাকা।
Discussion about this post