নিউজিল্যান্ড সফরের আগে প্রস্তুতি পর্বটা দারুণ হচ্ছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার পাশাপাশি প্রস্তুতি ম্যাচেও দারুণ খেলছে দল। দুটি প্রস্ততি ম্যাচের প্রথমটিতে ৭ উইকেটে জিতেছে মাশরাফি বিন মর্তুজার দল। দ্বিতীয়টি ম্যাচটি হবে শুক্রবার, বাংলাদেশ সময় দশটায়। ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ বিগ ব্যাশের চ্যাম্পিয়ন দল সিডনি থান্ডার।
প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেন দুই টাইগার তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই দারুণ জয় তুলে নেয় মাশরাফি বিন মুর্তজার দল। সিডনি সিক্সার্সের বিপক্ষে অবশ্য সৌম্য সরকার একাই পাল্টে দিয়েছেন দৃশ্যপট। তবে শুক্রবার মাঠে নামতে পারেন সাকিব-তামিম। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা মুস্তাফিজুর রহমান থাকবেন বিশ্রামেই।
ম্যাচে বাংলাদেশের জন্য বড় আতঙ্কের নাম হতে পারে সিডনি থান্ডারের সেরা তারকা প্যাট কামিন্স। এই অজি পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট তুলে নিয়ে দারুণ ফর্মে আছেন।
এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাধার পর ডাকওয়ার্থ লুইস ম্যাথডে ৭ উইকেটে ম্যাচ জিতেছে টাইগাররা।
নর্থ সিডনি ওভালে টসে হেরে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে সিডনি সিক্সার্স। এরপর বাংলাদেশের ব্যাটসম্যানরা মাঠে নামার আগেই হঠাৎ নেমে আসে বৃষ্টি। ডাকওয়ার্থ লুইসে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৮৪ রান। আর সেটা ৩ উইকেট হারিয়েই তুলে নেয় বাংলাদেশ।
Discussion about this post