আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে এখন ভাবার সময় নেই। বয়স ৪১। ঠিক এ অবস্থায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত শোয়েব মালিক। সোমবার ঢাকায় দারুণ লড়লেন এই পাকিস্তানি। তার ম্যাজিতেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে কোনো সুযোগ না দিয়ে বড় ব্যবধানে জিতল রংপুর রাইডার্স।
বিপিএলে সোমবার মিরপুরে চট্টগ্রামকে ৫৫ রানে হারিয়েছে রংপুর। অধিনায়ক নুরুল হাসান সোহান ফিরলেন ইনজুরি কাটিয়ে। অধিনায়ক ফিরতেই টানা দুই ম্যাচ হারার পর জয়ের দেখা পেল রংপুর।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৮০ রানের টার্গেটে চট্টগ্রাম থামে ১২৪ রানে। মালিক এই ম্যাচে ক্যারিয়ারে ৭৫তম ফিফটি তুলেন। ৭৫ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। মালিক অপরাজিত থেকে ৪৫ বলে ৫টি করে চার-ছয়ে সাজান এই ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৯/৬ (শেখ মেহেদি ১, নাঈম ৩৪, পারভেজ ৬, মালিক ৭৫, ওমারজাই ৪২, নাওয়াজ ৭, শামীম ৭, রকিবুল ০; শুভাগত ৩-০-১৩-২, আফিফ ২-০-১৩-০, মৃত্যুঞ্জয় ৪-০-৩১-০, ভিজয়াকান্থ ৪-০-৪১-১, তাইজুল ৩-০-৪১-০, মেহেদি রানা ৪-০-৩৯-৩)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৬.৩ ওভারে ১২৪ (উসমান ৪, নাফে ৬, তৌফিক ০, রাসুলি ২১, শুভাগত ৫২, জিয়াউর ২৪, ভিজয়কান্থ ৬, মৃত্যুঞ্জয় ৭*, মেহেদি রানা ০, তাইজুল ১, আফিফ আহত অনুপস্থিত; রাকিবুল ৪-০-২৪-২, ওমারজাই ৩-০-২৩-১, হারিস ৩.৩-০-১৭-৩, নাওয়াজ ২-০-২০-০, হাসান ৩-০-৩৪-১, শেখ মেহেদি ১-০-৪-১)
ফল: রংপুর রাইডার্স ৫৫ রানে জয়ী।
ম্যাচসেরা: শোয়েব মালিক।
Discussion about this post