জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। মিরপুর মডেল থানায় বন্ধুর করা লিখিত অভিযোগের পরই বিষয়টি গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে আজ। তবে তাসকিন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
ঘটনার ব্যাখ্যায় তাসকিন বলেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। ((মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত))
আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।’
অভিযোগকারী সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। তার দাবি, তাসকিন তাকে মারধর করেছেন। কিন্তু তাসকিন জানান, ঘটনাটি তার সঙ্গে সম্পৃক্তই নয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘটনাটি সম্পর্কে অবগত। বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘তাসকিন আমাদের জানিয়েছে সে সরাসরি ঘটনার সঙ্গে জড়িত নয়। তার দুই বন্ধুর মধ্যে ভুল বোঝাবুঝি থেকে ঘটনা ঘটেছে।’
তাসকিনের মতো একজন জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ, যদিও ব্যক্তিগত পরিসরে ঘটেছে, তা নিয়ে আলোচনার ঝড় ওঠাই স্বাভাবিক!
Discussion about this post