অপেক্ষার অবসান ঘটিয়ে আবার আন্তর্জাতিক মঞ্চে নামতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মে মাসে শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজ জয়ের পর মাঠের বাইরে ছিল জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিমদের দল। তবে জুলাই মাসের মাঝামাঝি সময়েই আবারো ব্যাট-বল হাতে ফিরছে তারা, এবার জিম্বাবুয়ের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে।
সিরিজের আয়োজক জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড সম্প্রতি প্রকাশ করেছে এই প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি। ২৫ জুলাই শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১০ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল এবং শক্ত প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। সিরিজটি হবে রাউন্ড রবিন পদ্ধতিতে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।
সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। এরপর ২৬ জুলাই নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে। সিরিজের প্রথম দুটি ম্যাচ সেখানে হলেও পরবর্তী সময় থেকে সব ম্যাচ গড়াবে হারারে স্পোর্টস ক্লাবে।
২৮ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা। এরপর দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় ম্যাচ ৩১ জুলাই এবং জিম্বাবুয়ের বিপক্ষে আবার ১ আগস্ট। শেষবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ৬ আগস্ট। ৮ আগস্ট হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার শেষ ম্যাচ। ১০ আগস্ট অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল, পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল নিয়ে।
ত্রিদেশীয় সিরিজের সূচি-
২৫ জুলাই: জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা (সানরাইজ স্পোর্টস ক্লাব)
২৬ জুলাই: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (সানরাইজ স্পোর্টস ক্লাব)
২৮ জুলাই: বাংলাদেশ-জিম্বাবুয়ে (হারারে স্পোর্টস ক্লাব)
২৯ জুলাই: জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা (হারারে স্পোর্টস ক্লাব)
৩১ জুলাই: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (হারারে স্পোর্টস ক্লাব)
১ আগস্ট: বাংলাদেশ-জিম্বাবুয়ে (হারারে স্পোর্টস ক্লাব)
৪ আগস্ট: জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা (হারারে স্পোর্টস ক্লাব)
৬ আগস্ট: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (হারারে স্পোর্টস ক্লাব)
৮ আগস্ট: বাংলাদেশ-জিম্বাবুয়ে (হারারে স্পোর্টস ক্লাব)
১০ আগস্ট: ফাইনাল (হারারে স্পোর্টস ক্লাব)
Discussion about this post