হারতে যেন ভুলেই গিয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা ৯ জয়ে সবার চেয়ে এগিয়ে ছিল দলটি। কিন্তু উড়তে থাকা সেই দলটিকে মাটিতে নামিয়ে আনল কলাবাগান ক্রীড়া চক্র। বৃহস্পতিবার তাসামুল হকের সেঞ্চুরিতে তারা ১২৭ রানের বড় ব্যবধানে হারাল গাজীকে।
লিগে দিনের অন্য ম্যাচে জুনায়েদ সিদ্দিকির সেঞ্চুরিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়ন জিতল ১২৯ রানে। নাটকীয় ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২ উইকেটে হারাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তাসামুলের শতরানের পরও বড় স্কোর গড়তে পারেনি কলাবাগান। ৫০ ওভারে ৯ উইকেটে ২২২ রানে করে তারা। জবাব দিতে নেমে অধিনায়ক নাদিফ চৌধুরী (৪৫) ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৩২.২ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয় শীর্ষে থাকা গাজী।
বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাট করে জুনায়েদ সিদ্দিকির ১১০ রানে ভর করে নির্ধারিত ৪৯ ওভারে ৮ উইকেটে ২৭৬ রান তুলে ব্রাদার্স ইউনিয়ন। জবাব দিতে নেমে ইরফান শুকুরের বোলিং ঝড়ে ৩৫.৪ ওভারে মাত্র ১৩৫ রানে অলআউট মোহামেডান। সৈকত আলি করেন ৭০ রান।
বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ও শেখ জামালের ম্যাচে মাত্র ১ বল আর ২ উইকেট হাতে রেখে প্রাইম ব্যাংকের দেওয়া ২৭১ রানের টার্গেট স্পর্শ করে জামাল।
শেষ ওভারে জিততে শেখ জামালের দরকার ছিল ১০ রান। প্রথম বলে আরিফুলকে বাউন্ডারি মারেন সানি। পরের বলেই আউট তিনি। কিন্তু মাহমুদুল হক ও শাহাদত হোসেন বাকী রান তুলে নিয়ে দলকে আনন্দে ভাসিয়ে দেন।
Discussion about this post