আজকের এই দিনটিকে আর পাঁচটা সাধারণ দিনের মতো বলার সুযোগ নেই। আজ রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, তা শুধু কয়েকটি প্রাচীর বা জানালা ভেঙে দেয়নি-ভেঙে দিয়েছে শত শত পরিবারের স্বপ্ন, সন্তানের ভবিষ্যৎ, একেকটা হৃদয়ের সবচেয়ে কোমল জায়গা। দুপুরে যখন সবে ক্লাস শুরু হয়েছিল, ঠিক তখনই আকাশ থেকে একটি প্রশিক্ষণ বিমান ছুটে এসে আছড়ে পড়ে স্কুলের একটি শ্রেণিকক্ষে।
ঘটনাস্থলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বাতাস ভারী হয়ে ওঠে ধোঁয়া আর শিশুদের চিৎকারে। চোখের সামনে পুড়ে যায় ক্লাসের বেঞ্চ, বই-খাতা, ইউনিফর্ম, আর সব চেয়ে নির্মমভাবে-ভবিষ্যৎ। এখন পর্যন্ত জানা গেছে, দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। দেড় শতাধিক মানুষ আহত, যাদের মধ্যে অনেকেই মারাত্মকভাবে দগ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এই দুর্ঘটনায় শোকাহত দেশের ক্রীড়াঙ্গনে। যেখানে খেলোয়াড়রা মাঠে দেশের জন্য লড়াই করেন, সেখানে আজ তারা চোখের জল লুকাতে পারছেন না। সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, আফিফ, ইমরুল, এনামুল বিজয়, মুমিনুল, আকবর আলীসহ প্রায় সব ক্রিকেটারই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন।
সাকিব আল হাসান তার বক্তব্যে জানান, ‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।
একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।
আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।’
Discussion about this post