শ্রীলঙ্কার বিশাল সংগ্রহের সামনে ব্যাট করতে নেমে সেই একই অবস্থা বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসেও তথৈবচ ব্যাটিং। বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাটসম্যানরা শুরু করেন সাজঘরে ফেরার মিছিল। প্রথম সেশনেই আউট ৫ ব্যাটসম্যান। চতুর্থ দিন লাঞ্চের পর বাকীরাও সেই একইভাবে ফিরে গেলেন। তাতেই বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ ২৫০ রানে।
এর অর্থ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুশফিকুর রহীমের দল হারল ইনিংস ও ২৪৮ রানের বিশাল ব্যবধানে।
এমন বিপর্যয়ের মুখে দাড়িয়েও বৃহস্পতিবার হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মমিনুল হক। ঠিক ৫০ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। কিন্তু অন্য ব্যাটসম্যানরা যারপরনাই ব্যর্থ! সাকিব আল হাসান ফিরেন ২৫ রানে। এর আগে মার্শাল আইয়ুব ১৮ এবং শামসুর রহমান শুভ ৯ রানে আউট হয়ে যান। অধিনায়ক মুশফিকুর রহীম লাঞ্চ বিরতির ঠিক আগে ১৪ রানে আউট হয়ে যান! লঙ্কানদের বিপক্ষে বোলারদের মতো ব্যাটসম্যানদেরও অসহায় মনে হল। তবে শেষ উইকেট জুটিতে আল আমিন এবং রুবেল হোসেন যোগ করেন ৫৩ রান। আল আমিনের ব্যাট থেকে আসে অপরাজিত ৩২ রান। রুবেল করেন ১৭।
এর আগে মাহেলা জয়াবর্ধানের ডাবল সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ৭৩০ রান তুলে ১ম ইনিংস ঘোষণা করে। বাংলাদেশ ১ম ইনিংসে অলআউট হয়ে তুলেছিল ২৩২ রান।
৪ ফেব্রুয়ারি থেকে চট্রগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩২/১০ (মুশফিক ৬১, সাকিব ৫৫, সোহাগ ৪২; এরাঙ্গা ৪/৪৯) ও ২য় ইনিংস ২৫০/১০ (তামিম ১১, শামসুর ৯, মার্শাল ১৮, মুমিনুল ৫০, সাকিব ২৫, মুশফিক ১৪, নাসির ২৯, সোহাগ ২৩, রুবেল ১৭, আল-আমিন ৩২*; পেরেরা ৫/১০৯, লাকমল ৩/৩৯)
শ্রীলঙ্কা: ১ম ইনিংস ৭৩০/৬ ডিক্লে. (জয়াবর্ধনে ২০৩*, সিলভা ১৩৯, ভিতানাগে ১০৩* ম্যাথুস ৮৬, সাঙ্গাকারা ৭৫; সাকিব ৩/১৫৯)
ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ২৪৮ রানে জয়ী
ম্যাচসেরা: মাহেলা জয়াবর্ধনে
Discussion about this post