দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলে এখন খুশিই হতে পারেন সাকিব আল হাসান। সেখানে স্পিনারদের জন্য সাফল্য অধরা হয়েই আছে। দলের একমাত্র স্পেশালিষ্ট স্পিনার মেহেদী হাসান মিরাজ এই পচেফস্ট্রুম টেস্টে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন। ১০ টেস্টের ক্যারিয়ারে প্রথমবার কোন উইকেটই পেলেন না! একইসঙ্গে একটি অনাকাংখিত রেকর্ডও হয়ে গেল বাংলাদেশের এই স্পিনারের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই টেস্টে প্রথম ইনিংসে ৫৬ ওভারে ১৭৮ রান দিয়ে উইকেট পাননি মিরাজ। দ্বিতীয় ইনিংসে ১১ ওভারে ৬৯ রান দিয়েও নেই উইকেট। দুই ইনিংস মিলিয়ে ২৪৭ রান দিয়ে উইকেট পেলেন না মিরাজ। এক টেস্টে সবচেয়ে বেশি রান দিয়ে উইকেট না পাওয়াদের তালিকায় এখন তিনি আছেন তিন নম্বরে।
অনাকাংখিত এই বিশ্বরেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে উইকেটশূন্য ২৬০ রান দিয়ে কোন উইকেট পাননি। এর আগে পাকিস্তানের রাখা খান মোহাম্মদ ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকায় ২৫৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
এই রেকর্ডটি বাংলাদেশের হয়ে এতোদিন ছিল পেসার শাহাদাত হোসেনের। ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে ১৬৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। এবার সেই অনাকাংখিত রেকর্ড মিরাজের।
Discussion about this post