এমন ম্যাচও হারতে যাচ্ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লক্ষ্য ছিল মাত্র ৯৭। সেটি করতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ল। খেই হারাল দল। শেষ অব্দি অবশ্য সিলেট সানরাইজার্সে বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতল মাত্র ২ উইকেটে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনে শনিবার প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের ৯৬ রানের পুঁজি নিয়ে দারুণ লড়ল। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মন্থর উইকেটে অন্তত হার দেখেনি তারা। কোনরকমে জয় নিয়ে মাঠ ছাড়ে ইমরুল কায়েসের দল।
বিস্ময়কর হলেও সত্য এই টি-টুয়েন্টি লড়াইয়ে সিলেট কলিন ইনগ্রামের ২০ রান ছিল দুই দল মিলিয়েই সর্বোচ্চ স্কোর। এমন উইকেটে খেলা হলে টেলিভিশন দর্শকরাও আগ্রহ খুঁজে পাবেন না নিশ্চিত!
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট সানরাইজার্স: ১৯.১ ওভারে ৯৬/১০ (এনামুল ৩, ইনগ্রাম ২০, মিঠুন ৫, বোপারা ১৭, মোসাদ্দেক ৩, অলক ৬, সোহাগ ১২, মুক্তার ০, উইলিয়ামস ৯, তাসকিন ২, নাজমুল অপু ০*; নাহিদুল ৪-০-২০-২, মুস্তাফিজ ৪-০-১৫-২, তানভির ৪-১-১০-১, শহিদুল ৩.১-০-১৫-২, মুমিনুল ২-০-১৪-১, আরিফুল ১-০-১১-০, করিম ১-০-৭-১)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৮.৪ ওভারে ৯৭/৮ (দেলপোর্ট ১৬, দু প্লেসি ২, মুমিনুল ১৫, ইমরুল ১০, নাহিদুল ১৬, আরিফুল ৪, করিম ১৮, অঙ্কন ৯*, শহিদুল ১, তানভির ৩*; তাসকিন ৪-০-১৯-১, সোহাগ ৪-০-৩০-২, মোসাদ্দেক ৪-০-১০-২, উইলিয়ামস ১.৪-০-১২-০, নাজমুল অপু ৪-০-১৭-৩, অলক ১-০-৯-০)
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: নাহিদুল ইসলাম।
Discussion about this post