হঠাৎ করেই মেজাজ হারালেন। বেঁফাস কথাও বললেন। তবে মোহাম্মদ সাইফউদ্দিন মন্তব্য করে ফেঁসে যাচ্ছেন। ইনজুরির কারণে জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার মন্তব্য করেন জাতীয় দলের কোনো কোচ তার খোঁজ রাখেননি। তিনি জাতীয় দলের বাইরে বলে এমন অবহেলার স্বীকার হয়েছেন-তেমন ইঙ্গিতও করেন।
তার পথ ধরেই মঙ্গলবার সাইফউদ্দিনকে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার কাছে ব্যাখ্যা চেয়েছে বোর্ড। অবশ্য এরইমধ্যে সাইফউদ্দিন নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি অনুতপ্ত।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে সাইফউদ্দিন বলেন, ‘দেখুন, আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই কথাগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। বিশেষ করে আমি হতাশা থেকে কথাগুলো বলেছিলাম। আমি একটা কর্মসূচির মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এগুলো না বলে আমি আসলে বেফাঁস কিছু কথা বলে ফেলেছি। যার কারণে আমি নিজেও অনুতপ্ত। ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক, আমরা ইনজুরি হলে বা অফ ফর্ম হলে তারাই আমাদের দেখভাল করে। তো আমি আসলে তাদের বিরুদ্ধে কিছু বলিনি। আপনারা যারা সাংবাদিক আছেন, তারা বক্তব্যের অপব্যবহার করেছেন। আমি হয়তো বোঝাতে চেয়েছি অন্যভাবে। আমারও কিছু কথা আমি বুঝিয়ে বলতে পারিনি, এটা আমারই ভুল।’
সাইফউদ্দিন আরও বলেন বলেছেন, ‘আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন হয়তো চিন্তাভাবনা করব। গত সাড়ে ৫ মাস মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্টের কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। তো আমি নিজ থেকে আসলে কী বলব? যদি দল মনে করে আমার প্রয়োজন, তখন আমি জাতীয় দল নিয়ে কথা বলব।’
এর আগে কোমরের চোট নিয়ে গত ৩ ফেব্রুয়ারি লন্ডনে যান সাইফউদ্দিন। সেখানে চিকিৎসকের পরামর্শে স্ক্যান করান। স্ক্যানে কিছু ধরা পড়েনি।
Discussion about this post