নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে বেশ কিছুদিন হল ফিরেছেন তিনি। তবে প্রথম তিন বছর খেলতে পারেননি ঘরোয়া ক্রিকেটে। জাতীয় লিগ নিয়েই ব্যস্ত থাকতে হয়েছে। এরপর প্রিমিয়ার লিগেও দেখা গেছে তাকে। এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লংগার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলার অনুমতি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। তাকে রেখেই মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
এমন সুযোগে উচ্ছসিত সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। আশরাফুল গণমাধ্যমকে এনিয়ে বলেন, ‘জাতীয় লিগ আর প্রিমিয়ার লিগে খেলেছি; এখন খেলবো বিসিএল। খুবই ভাল লাগছে। জাতীয় দলে আবারও ফিরতে হলে আমাকে সব জায়গায়ই খেলতে হবে। আসলে বিরতি পড়ে গেলে কাজগুলো ঠিকভাবে হয় না। এভঅবে ধারাবাহিকভাবে খেলে জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছি আমি।’
মোট চার দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বিসিএল। ষষ্ঠ আসরে হবে দুই ভাগে। প্রথম ভাগে হবে তিন রাউন্ড। দ্বিতীয় ভাগে হবে শেষ তিন রাউন্ড। ৬ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার সেরা দল চ্যাম্পিয়ন নির্বাচিত হবে।বিসিএলের আগের পাঁচ আসরে দু্বার করে ট্রফি জিতেছে ওয়ালটন সেন্ট্রাল জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন। একবার বিসিবি নর্থ জোন।
মঙ্গলবার সিলেটে চ্যাম্পিয়ন বিসিবি নর্থ জোনের মুখোমুখি হবে ওয়ালটন সেন্ট্রাল জোনের। সাভারের বিকেএসপিতে মাঠে লড়বে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইষ্ট জোন।
Discussion about this post