হঠাৎ করেই দুঃসংবাদ-করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। একদিন আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা ধরা পড়ায় বাসাতেই আইসোলেশনে আছেন সুজন।
এর অর্থ- শ্রীলঙ্কা সিরিজে দলের সঙ্গে থাকা হচ্ছে না তার। তার জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে না বলে জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। শনিবার জানা যায়- সুজন করোনা পজেটিভ।
টেস্ট সিরিজ শেষে শ্রীলঙ্কা থেকে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন সুজন। এরপর দুবার নেগেটিভ আসার পর যোগ দেন দলের সঙ্গে। কিন্তু ঈদের ছুটির পরই সর্বনাশ। ১৮ মে থেকে অনুশীলন শুরু হলে তাকে দেখা যায়নি মাঠে। আকরাম খান জানালেন, ‘করোনা পজিটিভ হওয়াতে ও দলের সঙ্গে নেই। যেহেতু ঘরের মাঠে খেলা তাই টিম লিডারের দায়িত্ব আমরাই দেখবো। এই দায়িত্ব নিয়ে সমস্যা হওয়ার কথা না আমাদের।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন খালেদ মাহমুদ। ঈদের পর থেকেই অসুস্থতা অনুভব করেন সাবেক এই অধিনায়ক। এজন্য জাতীয় দলের টিম লিডার হিসেবে যোগ দিতে পারেননি। শুক্রবার সুজনের হোটেলে ওঠার কথা ছিল, কিন্তু পরীক্ষায় জানা যায় তিনি পজেটিভ।
বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজম্যান্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে করোনা থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের দুটো ডোজই নেন সুজন। তারপরও আক্রান্ত হলেন করোনায়।
Discussion about this post