ক্যারিয়ারে আবারো সেই ছন্দের দেখা পেয়েছেন বিরাট কোহলি। রোববার মুম্বাইয়ে নিজের ২০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নামলেন ভারত অধিনায়ক। এমন মাইলফলক ছোঁয়ার ম্যাচেও ব্যাট হাতে ঝড় তুললেন এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২১ রানের দারুণ ইনিংস খেললেন তিনি। এরই পথ ধরে ৩১তম সেঞ্চুরিও পূর্ণ করলেন ভারত অধিনায়ক।
ইতিহাস জানাচ্ছে ২০০তম ম্যাচে সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তার আগে এমন কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। ওয়ানডেতে এখন কোহলির চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল শচীন টেন্ডুলকারের (৪৯ সেঞ্চুরি)। কোহলি ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংকে (৩০ সেঞ্চুরি)। সামনে শচীনকেও হয়তো ছাড়িয়ে যাবেন তিনি। পরিসংখ্যান তাই বলছে।
ক্যারিয়ারে দুইশ ওয়ানডেতে শচীনের সেঞ্চুরি ছিল ১৮টি। সেখানে কোহলির ৩১টি। মোট রান কোহলির ৮ হাজার ৭৬৭, সেখানে লিটল জিনিয়াস করতে পেরেছিলেন ৭ হাজার ৩০৩। সেরা ইনিংস ও গড়েও কোহলির চেয়ে পিছিয়ে শচীন। ১৯৯টি ওয়ানডে খেলার পর তার গড় ৪১.৯৭, সেখানে কোহলির ৫৫.১৩।
Discussion about this post