ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেটারদের বিদ্রোহে হঠাৎ করেই বাংলাদেশের ভারত সফর নিয়ে শঙ্কা জেগেছে। তবে সৌরভ গাঙ্গুলি আশা করেন নিজেদের অভ্যন্তরীন সমস্যা সমাধান করে ঠিক সময়েই টাইগাররা আসবে ভারত সফরে।
আগামী ৩ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ভারত সফর শুরু করার কথা বাংলাদেশের। যথা সময়ের মধ্যেই বল মাঠে গড়াবে বলে মনে করেন সৌরভ, ‘এটা বাংলাদেশ ক্রিকেটের আভ্যন্তরীন বিষয়। ওরা নিশ্চয় পুরো বিষয়টা সমাধান করে ফেলবে। আমাদের মধ্যে (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) প্রায়ই কথা হয়। তবে বাংলাদেশি ক্রিকেটারদের বিদ্রোহ আমার বিষয় নয়।’
ইডেনে বাংলাদেশ-ভারতের মধ্যেকার টেস্ট ঘিরে মেগা-অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রথম টেস্ট স্কোয়াডের প্রত্যেকেই সংবর্ধনা জানাতে তৈরি ইডেন। সৌরভ বলেছিলেন, ‘২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন। সব ঠিক থাকলেই উনিই ইডেন বেল বাজাবেন।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টেস্ট শুরুর একদিন আগেই নাকি কলকাতায় পা রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
সৌরভ আরও বলেন, ‘আমরা বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলা দলের সকলকে আসার জন্য় আমন্ত্রণ জানাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি লিখব। পাশাপাশি আমি নিজে বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে ওই বাংলাদেশের বিরুদ্ধে খেলা ভারতীয় দলের সদস্যদের আসতে বলব। প্রথম দিনের খেলার পর একটা ছোট্ট সংবর্ধনার ব্যবস্থা করেছি।’
Discussion about this post