এশিয়া কাপ ক্রিকেট নিয়ে সুখবর। সবকিছু ঠিক থাকলে এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়ার ক্রিকেট শ্রেষ্টত্বের এই লড়াই।
চলতি বছরের এশিয়া কাপের সম্ভাব্য সূচি জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান জয় শাহ। সেই সূচিতে দেখা গেল একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা অন্য গ্রুপে।
ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপের ঠিক আগে সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে ছয়টি দল। বাংলাদেশ ও শ্রীলঙ্কার গ্রুপে লড়বে আফগানিস্তান। ভারতের গ্রুপে তৃতীয় দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। সব মিলিয়ে কঠিন গ্রুপে আছে টাইগাররা।
যদিও এশিয়া কাপের এবারের আসরটি কোথায় হবে, সেটি এখনো পরিষ্কার জানা নেই। বৃহস্পতিবার ২০২৩ সাল এবং ২০২৪ সালের ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী, বিশ্বকাপের ঠিক আগে আগামী সেপ্টেম্বরে ৫০ ওভারের এশিয়া কাপ হবে।
গতবারের এশিয়া কাপে দুবার মুখোমুখি হওয়ার পর এবারও কমপক্ষে দুবার ভারত ও পাকিস্তানের লড়াই হতে পারে।
এশিয়া কাপটি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও কয়েক মাস আগে জয় শাহ জানান, নিরপেক্ষ ভেন্যুতে হবে টুর্নামেন্টটি।
Discussion about this post