ক্রিকেটের সবচেয়ে সেরা দ্বৈরথ বলা ভারত-পাকিস্তান লড়াইকে। জ্বিভে জল আনা সেই লড়াই এবার দেখা যেতে পারে ঢাকার মাঠে। তেমনই সম্ভাবনা জাগল। ভারত-পাকিস্তান সিরিজ বাংলাদেশে আয়োজনের প্রস্তাব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান ভারত সফরে গিয়ে এই তথ্য দিলেন।
এমনিতে দুই বোর্ড আগামী ডিসেম্বর-জানুয়ারিতে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের কথা রয়েছে। সেটির আয়োজক পাকিস্তান। বেশ কয়েক বছর ধরেই দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না। ২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলোর সফর বন্ধ আছে। তাইতো পাকিস্তানের বর্তমান হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজ হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের প্রস্তাব আগ্রহী করে তুলেছে পাকিস্তানকে।
এনিয়ে পিসিবি প্রধান মিডিয়াকে জানিয়েছেন, ”এই সিরিজ আয়োজনের ব্যাপারে বাংলাদেশ খুবই আগ্রহী। তাইতো আমরা অবশ্যই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তাদের ভেন্যুগুলো বিবেচনা করব।”
এরপর থেকে পাকিস্তানকে তাদের হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে হচ্ছে। এবার সেই তালিকায় বাংলাদেশের নামটা যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
Discussion about this post