আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি পর্বটা মনের মতো হচ্ছে বাংলাদেশের। প্রথমে সাসেক্সে দশদিনের ক্যাম্প। তারপরই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট। তারপরই দুটি প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। একইসঙ্গে ইংল্যান্ডে অনুশীলন ক্যাম্পের সময়ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে মুশফিক-মাশরাফিদের।
সবকিছু ঠিক থাকলে সাসেক্সে ক্যাম্প করতে অঅগামী ২৬ এপ্রিল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তারপর ৭ মে দল আয়ারল্যান্ডে যাবে। সেখানেই স্বাগতিকদের পাশাপাশি নিউজিল্যান্ডকে নিয়ে বসবে ত্রিদেশীয় টুর্নামেন্ট।
ডাবলিনে সেই লড়াইয়ে শেষে ২৫ মে ইংল্যান্ডে ফিরবেন মাশরাফিরা। তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম ম্যাচ ১ জুন। প্রতিপক্ষ ইংল্যান্ড।
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড ছাড়াও টাইগারদের গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ৫ জুন। নিউজিল্যন্ডের বিপক্ষে ৯ জুন ম্যাচ কার্ডিফে।
সবকিছু ঠিক থাকলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা হতে পারে ২৫ এপ্রিল। তবে সফরে কয়েকজন বেশি ক্রিকেটার নিয়ে যাবে টিম ম্যানেজম্যান্ট।
Discussion about this post