ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একেবারের একপেশে এক ম্যাচ। বারুদের গন্ধ ছড়ানো ম্যাচটি মাঠে গড়াতেই হারাল প্রাণ। কোন উত্তেজনা যেন ছিল না ম্যাচে। হেসে-খেলে ম্যাচটা জিতে নিয়েছে ভারত। পাকিস্তান ব্যাট-বলে আত্মসমর্পন করল। এশিয়া কাপের ম্যাচে বুধবার রাতে সহজেই জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘এ’ গ্রুপ থেকে আগেই সুপার ফোর নিশ্চিত করেছিল দুই দল। তারপরও এটি ছিল সম্মানের লড়াই। সেখানে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে ভারত। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের প্রতিশোধটা নিয়েছে রোহিত শর্মার দল।
ম্যাচে ব্যাট-বল দুটোতেই সুপার ফ্লপ পাকিস্তান। অথচ সংযুক্ত আরব আমিরাতে বরাবরই ভাল খেলে দলটি। কিন্তু এখানে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬২ রানে অলআউট। এরপর জবাব দিতে নেমে ১২৬ হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে রোহিতের দল।
এরই পথ ধরে শেষ হল আমিরাতে মাঠে পাকিস্তানের জয়যাত্রা। সীমিত ওভারের ক্রিকেটে টানা ১৪ ম্যাচ জয়ের পর হারের তিক্ত স্বাদ পেল সরফরাজের দল। তবে সুপার ফোরে এই ধাক্কা সামলে উঠার সুযোগ থাকছে তাদের।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। এরপর বাবর আজম ও শোয়েব মালিক প্রতিরোধ গড়লেও অন্যরা ছিলেন সুপার ফ্লপ। তৃতীয় উইকেটে ৮২ রান করেন বাবর আজম ও শোয়েব মালিক। ৬ চারে ৪৭ রান তুলে বিদায় নেন বারবর। এরপর একটি করে ছক্কা-চারে ৪৩ রান করে সাজঘরের পথ ধরেন মালিক। অন্যদের উইকেটে থিতু হতে দেননি ভারতের বোলাররা।
এ কারণেই ৪৩.১ ওভারে মাত্র ১৬২ রান করে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভুবনেশ্বর কুমারন ১৫ রান খরচায় নেন তিনটি উইকেট। ম্যাচসেরার পুরস্কার জিতেন তিনি। জাসপ্রিত বুমরাহ নেন ২ উইকেট। কেদার যাদব ২৩ রানে নিয়েছেন তিন উইকেট।
জবাব দিতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান দলকে সহজ জয়ের পথ করে দেন। অধিনায়ক রোহিত করেন হাফসেঞ্চুরি। ধাওয়ান ফিরে যান ৪৬ রানে। আর ভারত ২৯ ওভারেরই ক্রিকেট মাঠের চিরশত্রুর বিপক্ষে তুলে নেয় জয়। পাকিস্তানকে হারানো এত সহজে হবে সম্ভবত ভারতও ভাবেনি!
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৪৩.১ ওভারে ১৬২/১০ (ইমাম ২, ফখর ০, বাবর ৪৭, মালিক ৪৩, সরফরাজ ৬, আসিফ ৯, শাদাব ৮, ফাহিম ২১, আমির ১৮*, হাসান ১, উসমান ০; ভুবনেশ্বর ৩/১৫, বুমরাহ ২/২৩, পান্ডিয়া ০/২৪, চেহেল ০/৩৪, কুলদীপ ১/৩৭, কেদার ৩/২৩)
ভারত: ২৯ ওভারে ১৬৪/২ (রোহিত ৫২, ধাওয়ান ৪৬, রাইডু ৩১*, কার্তিক ৩১*; আমির ০/২৩, উসমান ০/২৭, হাসান ০/৩৩, আশরাফ ১/৩১, শাদাব ১/৬, জামান ০/২৫, মালিক ০/১৯)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ভুবনেশ্বর কুমার
Discussion about this post