সিরিজের প্রথম ওয়ানডেতেই সহজ জয় তুলে নিল ভারত। রোববার কটকে শ্রীলঙ্কাকে ১৬৯ রানের বড় ব্যবধানে হারাল স্বাগতিকরা। আর তাতেই সিরিজে ১-০-তে এগিয়ে গেল ভারত।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা ভারত দুই ওপেনার অজিঙ্কা রাহানের ১১১ এবং শিখর ধাওয়ানের ১১৩ রান পাহাড়ে উঠে স্বাগতিকরা। তুলে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৬৩ রান।
জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৩৯.২ ওভারে ১৯৪ রানেই অল আউট হয়ে যায়।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৩৬৩/৫ (রাহানে ১১১, ধাওয়ান ১১৩, রায়না ৫২, কোহলি ২২, রাইডু ২৭; রনদিভ ৩/৭৮)।
শ্রীলঙ্কা : ১৯৪/১০ (মাহেলা ৪৩, থারাঙ্গা ২৮, পেরেরা ২৯, ম্যাথুস ২৩; ইশান্ত ৪/৩৪, যাদব ২/২৪, অক্ষর প্যাটেল ২/২৪)।
ফল : ভারত ১৬৯ রানে জয়ী।
ম্যাচসেরা : অজিঙ্কা রাহানে।
Discussion about this post