কল্পনাকে হার মানানো এক জয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শুরু করেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ০-৩ গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় যুবারা। সোমবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ৪-৩ গোলে জিতেছে বাংলাদেশ। দলের জাফর আব্দুল্লাহ করেন জোড়া গোল। অন্য দুটি গোল মোহাম্মদ সুফিল ও রহমত মিয়ার।
ম্যাচের ১৮ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। তারপর এক পর্যায়ে তাদের জালে ৩ গোল প্রবেশ করলে বড় হারের শঙ্কা জাগে। কিন্তু হাল ছাড়েনি যুবারা। শেষ পর্যন্ত তুলে নেয় জয়। পাঁচ দেশের এ প্রতিযোগিতায় রাউন্ড রবিন ফরম্যাটে লড়াই হচ্ছে। গ্রুপ ভিত্তিক পর্যায়ে ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। তিন বছর আগে সিলেটে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছিল লাল-সবুজরা।
আগামী বুধবার মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর নেপাল ও ২৭ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে খেলবে মাহবুব হোসেন রক্সির শিষ্যরা। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।
Discussion about this post