ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) রাজস্বের ৭০ ভাগই দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ভারতের। এজন্য ক্ষমতার দাপটও বেশি। আইসিসির সূচিতে তাদের প্রভাবটা নতুন কিছু নয়। কিন্তু সেই দৃশ্যপট পাল্টাচ্ছে। বিসিসিআইয়ের আপত্তির পরও ভবিষ্যৎ সূচির পরবর্তী চক্রে টুর্নামেন্ট বাড়াচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
দুবাইয়ে সোমবার আইসিসির সভায় অনুমোদন পেয়েছে আন্তর্জাতিক টুর্নামেন্ট বাড়ানোর প্রস্তাব। ২০২৩ বিশ্বকাপের পর থেকে ২০৩১ সাল পর্যন্ত চলবে এই চক্র। তার মধ্যে প্রতি বছরই একটি করে আইসিসি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের বিশ্বকাপ দুটি, টি-টুয়েন্টি বিশ্বকাপ চারটি অনুষ্ঠিত হবে।
বাড়বে নারী ক্রিকেটেরও। মেয়েদের ৮টি বৈশ্বিক টুর্নামেন্ট, অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ছেলে ও মেয়েদের চারটি করে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
আগেই আইসিসির এমন পরিকল্পনা নিয়ে আপত্তি তুলেছিল ভারত। নতুন বৈশ্বিক টুর্নামেন্ট হলে আয় কমে যাবে দেশটির। দ্বিপাক্ষিক সিরিজগুলো থেকে ভারতের আয় অনেক অনেক বেশি। এ অবস্থায় আইসিসির রাজস্ব বাড়লেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিসিসিআই। আইসিসির প্রধান নির্বাহীর কাছে পাঠানো বিসিসিআইয়ের প্রধান নির্বাহীর একটি ই-মেইলে প্রবল আপত্তির কথা জানায় ভারত। ইএসপিএন-ক্রিকইনফোর কাছে তেমনই একটি মেইল এসেছে।
তারপরও আইসিসি এবার ভারতকের কথা শুনেনি। তাতে অবশ্য বাংলাদেশের মতো দেশগুলোর লাভই হবে। বেশি করে আইসিসির টুর্নামেন্টে খেলার সুযোগ মিলবে।
Discussion about this post